ঢাবি-সাত কলেজ নিয়ে যা বললেন সমন্বয়ক নুসরাত

ঢাবি-সাত কলেজ নিয়ে যা বললেন সমন্বয়ক নুসরাত
ঢাবি-সাত কলেজ নিয়ে যা বললেন সমন্বয়ক নুসরাত  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এবার মুখ খুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ বিষয়ে কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার জীবনে ছাত্রলীগের হাতুড়ির মার আর রাজনৈতিক পথচলা দুটোই একসঙ্গে শুরু হয়েছিল ‘সাত কলেজ অধিভুক্তি বাতিল’ আন্দোলনের মাধ্যমে। এত বছরে পদ্মা-মেঘনায় কত পানি বয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত ঘটনা ঘটে গেল! হাসিনার বিষদাঁত উপড়ে গেলেও এই দুর্ভোগ শেষ হয়নি এত দিনেও।

এ সমন্বয়ক আরও বলেন, ‘অতঃপর গতকাল ঘটে গেল বেদনাদায়ক সংঘর্ষ! দুই প্রতিষ্ঠানেই আমাদের খুব কাছের ভাই-বন্ধুরা আহত হয়েছেন! এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যারা ষড়যন্ত্র করে ঘটালেন, আপনাদের হিসাবটা সময় নেবে!’

তিনি বলেন, ‘এত দুর্ভোগের পর অবশেষে আসছে সমাধান। ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা আমাদের ভাইবোন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের মতো তারা আমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। কিন্তু প্রশাসনিক জালে জড়িয়ে কোনো পক্ষ আর হেনস্তা হবে না।’

নুসরাত তাবাসসুম বলেন, কোনো রকম ষড়যন্ত্র বা প্রশাসনিক প্যাঁচাল দিয়ে এদের মধ্যে বিভেদ বা অশান্তি সৃষ্টির চেষ্টা হলে আপনারা তা রুখে দেবেন। হক এবং বাতিলের তফাৎ হবে ঐক্যে।


সর্বশেষ সংবাদ