বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:৩০ PM
সারা দেশে সাংগঠনিক কার্যক্রম বিস্তারের ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলায় ১৬৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আরাফাত হুসাইন ও সদস্যসচিব হিসেবে সুহাইল মাহদিন দায়িত্ব পেয়েছেন। এছাড়া আল শাহরিয়ার মুখ্য সংগঠক এবং মোহেনী পারভীন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আগামী ছয় মাসের জন্য এ কমিটি সংগঠনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।'
এ বিষয়ে কমিটির আহ্বায়ক আরাফাত হুসাইন বলেন, 'সাতক্ষীরায় বৈষম্যবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে আমাদের এই কমিটি কাজ করবে। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ আমাদের পথচলার অনুপ্রেরণা।'
তিনি আরও বলেন, 'আমাদের লক্ষ্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের প্রতিটি স্তরে ন্যায় ও সমতার পরিবেশ নিশ্চিত করা। বৈষম্যবিরোধী এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজ গড়তে চাই।
উল্লেখ্য, কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুজাহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, সোহেলী তামান্না, মইনুল ইসলাম দীপু, আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ ইরামুল ইসলাম, রায়হান উদ্দিন, রাকিবুল ইসলাম, মো. জিল্লুর রহমান, মামুন হাওলাদার, সায়েম রহমান সিয়াম, ইমন হোসেন ও আদিলাহ আদ্রী।
যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. নাজমুল হোসেন, মো. রেজওয়ান আহমেদ, ওমর তাসনিম রাহাত, রাকিব হাসান, নাহিদ ইসলাম, তামিম তাসনিম, সকাল সরকার, রাসেল হোসেন, মাহফুজ আহমেদ, হিমাদ্রি শেখর মণ্ডল, আরমান হোসেন আপন, আশেক রহমান এবং আবু রায়হান।
সংগঠক হিসেবে রয়েছেন মো. হাসিবুল হাসান, আমিনুর রহমান রাতুল, শেখ ওমর ফারুক, ঝুমা মারিয়াম, আশরাফুল আলম, মো. শরিফুল ইসলাম, রফিকুজ্জামান, মোমিনির রহমান, মো. তামিম হোসেন, মো. কাতিবুর রহমান, মো. ইব্রাহিম খলিল, সাবিনা পারভীন, ইখতিয়ার উদ্দীন, মো. রায়হান কবির, মো. মোস্তাফিজুর রহমান এবং মির্জা সাকিব হক। এছাড়া আরও ১২২ জন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।