ছাত্রদলের সঙ্গে রুয়েট প্রশাসনের মতবিনিময়, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

  © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলেও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন মতবিনিময় করেছে। এ নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবিসহ পোস্ট দেয়া হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বিক্ষোভ করেছে রুয়েটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

জানা যায়, বুধবার (১৩ নভেম্বর) রুয়েটের উপাচার্য, ছাত্রকল্যাণ পরিচালক এবং পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়। ছাত্রদলের অফিশিয়াল পেইজে নতুন ধারার রাজনীতি নিয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রুয়েটে প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা হয়েছে বলে একটি পোস্ট দেয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পোস্টটি মুছে ফেলা হয়।

এর একটি ছবিতে ছাত্রদলের প্রতিনিধিদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাকসুদুর রহমান সুমিত, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান মো: আরিফুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক কাইউম উল হাসান- এর সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্রকল্যাণ পরিচালক ও পরিকল্পনা ও উন্নয়ন পরিচালককে দেখা যায়। অন্য একটি ছবিতে কিছু শিক্ষার্থীদের সাথে প্রতিনিধি দলের সদস্যদের দেখা যায়।

বিক্ষোভকালে রুয়েটের উপাচার্য সাধারণ শিক্ষার্থীদের সামনে ছাত্রদলের প্রতিনিধিদলের সাক্ষাৎকে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনা ছিল বলে উল্লেখ করেন এবং কোনো রাজনৈতিক মতবিনিময় হয়নি বলে জানান।

বিক্ষোভ শেষে রুয়েট প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। এতে দুটি দাবি উত্থাপন করা হয়, রুয়েট কর্তৃপক্ষের সাথে রাজনৈতিক কোন দলের যোগসাজশ নেই, এই মর্মে রুয়েটের অফিসিয়াল স্মারক থেকে ঐ ঘটনার নিন্দা জানিয়ে সুস্পষ্টভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে; এ ঘটনার সাথে সম্পৃক্ত রুয়েটের শিক্ষার্থীদের কারণ দর্শিয়ে বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ, গত ১০ আগস্ট রুয়েট রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়।


সর্বশেষ সংবাদ