ফ্যাসিস্টরা ফিরলে জায়গা হবে আয়নাঘরে: সারজিস

সারজিস আলম
সারজিস আলম  © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সংস্কারের সুষ্ঠু সময় পর্যন্ত আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্টরা কোনোভাবে আবার ফিরলে তাদের আয়নাঘরে পাঠাতে হবে।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, যে সংবিধান দুই হাজার শহিদদের রক্ষা করতে পারেনি, আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারেনি; দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি সেই সংবিধান আমরা চাইনা। সিভিল সার্ভিসে যারা জনগণের হয়ে কাজ করবে না তাদের বহিষ্কার করতে হবে।

এসময় উপদেষ্টাদের উদ্দেশ্য করে সারজিস বলেন, ‘অন্তবর্তীকালীন সরকার হিসেবে আপনাদের যতদ্রুত কাজ করার কথা ছিল আপনারা সেটা করছেন না, আপনাদের আমরা যুগ যুগ ধরে এখানে রাখব না। অন্য সরকার যেই কাজ পাঁচ বছরে করতো সেই কাজ আপনাদের একবছরে করতে হবে। সুষ্ঠু বাজার মনিটরিং করে দ্রুত নিত্যপণ্যের দাম কমাতেও উপদেষ্টাদের ব্যবস্থা নিতে বলেন তিনি। 


সর্বশেষ সংবাদ