টিএসসি থেকে একদিনেই সাড়ে ১৪ লাখ টাকা তুলল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারাদেশে বন্যার্তদের সহায়তা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বুথ বসিয়ে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত এ গণত্রাণ সংগ্রহে ১৪ লাখ ৬০ হাজার ১৭৩ টাকা জমা হয়েছে। পরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আজকে আমরা ১৪ লাখ ৬০ হাজার ১৭৩ টাকা এবং খাদ্য ও জরুরি সামগ্রী সংগ্রহ করেছি। বিকাশ মার্চেন্ট একাউন্টটিতে কারিগরি সমস্যা হয়েছিল কিছুটা। বর্তমানে সেটির সমাধান হয়েছে। আপনারা ফান্ড পাঠাতে পারেন।
তিনি আরও বলেন, প্রতিদিনের হিসাব প্রতিদিন দেয়া হবে। আমাদের রেস্কিউ টিমগুলো কাজ করে যাচ্ছে, কিন্তু বৈরী আবহাওয়ার ফলে নেটওয়ার্ক সমস্যা তৈরি হয়েছে। সেই জন্য পর্যাপ্ত যোগাযোগ করা যায় নি। বৃষ্টি কমেছে, আশা করি কাল থেকে সেই দুর্যোগও কেটে যাবে। দেশবাসীকে অনুরোধ নিজেদের ওপর ভরসা রাখেন। এই বিপদ কাটিয়ে উঠব আমরা। এক হয়েছে সারা দেশ।
এছাড়াও আগামীকালও ২য় দিনের মত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি দিনব্যাপী চলবে বলেও জানান তিনি।