৬ সমন্বয়ককে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত আসেনি : হারুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৩:৩৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৪, ০৪:১৩ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
কোটা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক ডিবি হেফাজতে রয়েছে। তারা হলেন, মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।
এদিকে ছয় সমন্বয়কসহ ডিবি হেফাজতে থাকা সবাইকে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ।