গ্রেনেড হামলার রায়ের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

  © সংগৃহীত

২১ আগস্ট গ্রেনেড হামলার রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের কিছু নেতাকর্মী। আজ বুধবার বেলা ১২টার পর বাংলামোটর এলাকায় তারা এ বিক্ষোভ করেন।

এসময় নেতাকর্মীরা অবৈধ রায় মানি না, মানবো না; আজ্ঞাবহ রায় প্রত্যাহার করো, করতে হবে স্লোগান দেন। মিছিলে ১০/১৫ জন নেতাকর্মী  উপস্থিত ছিলেন।

এর আগে, বেলা ১২টার দিকে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন গ্রেনেড হামলার রায় ঘোষণা করেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, আব্দুস সালাম পিন্টুসহ ১৯ আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ