রাষ্ট্রপতির এপিএস হলেন সাবেক ছাত্রলীগ নেতা জিতু

হায়দার মোহাম্মদ জিতু
হায়দার মোহাম্মদ জিতু  © ফাইল ফটো

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হায়দার মোহাম্মদ জিতু। আজ বুধবার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, হায়দার মোহাম্মদ জিতুকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে (৯ম গ্রেডে) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হলো।

প্রজ্ঞাপনে তার পরিচয় সম্পর্কে জানানো হয়, তার পিতার নাম সিরাজুল ইসলাম সিরাজ আর মাতার নাম সৈয়দা মনিরা বেগম। বাসা রংপুরের সাতমাথায়।  

এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা হায়দার মোহাম্মদ জিতুকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্রলীগে সর্বশেষ জয়-লেখক কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটিতে ছিলেন জিতু।


সর্বশেষ সংবাদ