সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতৃত্বে মুক্তা বাড়ৈ-রায়হান

মুক্তা বাড়ৈ ও রায়হান উদ্দিন
মুক্তা বাড়ৈ ও রায়হান উদ্দিন  © সংগৃহীত

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে মুক্তা বাড়ৈ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রায়হান উদ্দিন। আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা পাদদেশে ‘শিক্ষা দিবসের ছাত্র সমাবেশ-মিছিল ও কমিটি পরিচিতি’ অনুষ্ঠানে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সহ-সভাপতি পদে সুস্মিতা মরিয়ম, সাংগঠনিক সম্পাদক পদে সুহাইল আহমেদ শুভ, দপ্তর সম্পাদক অনিক কুমার দাস, অর্থ সম্পাদক সুলতানা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনু-অর-রশিদ, আন্তর্জাতিক সম্পাদক রিনা মুর্মু, স্কুল সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ নন্দী। এ ছাড়া সদস্য হয়েছে যুগেশ ত্রিপুরা, ধনঞ্জয় বর্মণ, লাবনী সুলতানা, আনারুল ইসলাম, বিজয় শিকদার, ঋজু লক্ষ্মী, রিদম শাহরিয়ার, খালেদা আক্তার, মিরাজ উদ্দিন।

সংগঠনের সভাপতি মুক্তা বাড়ৈর সভাপতিত্বে সমাবেশে বজলুর রশীদ ফিরোজ, সিনিয়র সাংবাদিক ও সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, বাসদের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বক্তব্য রাখেন। সমাবেশ পরিচালনা করেন ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫২ বছর পরও সবার জন্য শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকার নিশ্চিত করার বদলে টাকা যার শিক্ষা-স্বাস্থ্য তার, এই নীতিতে দেশ পরিচালিত হচ্ছে। বুকের তাজা রক্ত ঢেলে আইয়ুব সরকারের শিক্ষা সংকোচন নীতি এ দেশের ছাত্রসমাজ প্রতিহত করেছিল, সেটিই এখন শাসক সমাজ বাস্তবায়ন করছে। সর্বজনীন বিজ্ঞানভিত্তিক বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষার দাবি উপেক্ষিত। শিক্ষার প্রধান ধারাই এখন বেসরকারি ধারা। বর্তমানে দেশের মোট শিক্ষা প্রতিষ্ঠানের ৯৫ ভাগই বেসরকারি। জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ কমছে প্রতিবছর। এ বছর শিক্ষাখাতে মোট বাজেটের মাত্র ১১.৫৭ শতাংশ বরাদ্দ করা হয়েছে যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। 

তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সরকারি ছাত্র সংগঠনের সন্ত্রাস-দখলদারিত্ব বজায় রয়েছে। শিক্ষার্থীদের জোরপূর্বক কর্মসূচিতে নেওয়া হচ্ছে। কেউ ভিন্ন মত পোষণ করলে গেস্টরুমে নির্যাতন, মারধর, হল থেকে বের করে দেওয়া সারাদেশের নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। তার সঙ্গে যুক্ত আছে প্রশাসনিক স্বৈরতন্ত্র। ন্যূনতম গণতান্ত্রিক চর্চা বিশ্ববিদ্যালয়গুলোতে এখন আর দেখা যায় না। দীর্ঘদিন ধরে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোর নির্বাচন হয় না। এর বিরুদ্ধে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা। 


সর্বশেষ সংবাদ