ঢাকা কলেজ শিক্ষার্থীদের আপন ভাইয়ের মতো মনে করি: শয়ন

  © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেছেন, ঢাকা কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আমরা আপন ভাইয়ের মতো মনে করি। বিভিন্ন সংকটে, সংগ্রামে দুর্যোগে ঢাকা কলেজ ছাত্রলীগের যারা কর্মী আছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন। রাজপথে তারা দেশনেত্রী শেখ হাসিনার পথকে মসৃণ করার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন এবং এটি বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম একটি বৃহত্তম ইউনিট এবং বৃহত্তম ফোর্স।

আজ সোমবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তাঁর সাথে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতও ছিলেন।

শয়ন বলেন, দীর্ঘদিন ঢাকা কলেজে ছাত্রলীগের কমিটি নেই তারপরও ছাত্রলীগের যারা কর্মী রয়েছেন তাদের  মনোবলে কেউ চিড় ধরাতে পারেনি। এটি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে আমাদের জন্য গর্বের। আমরা ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী যারা রয়েছেন তাঁদের নিয়ে গর্ববোধ করি। 

সদ্য ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিক্যতার বিপরীতে বিকেন্দ্রীকরণের সুযোগ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থীরা এসব পদে পদায়িত হয়েছেন। আমরা তাদের অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ চলবে তাদের মাধ্যমে। তবে যদি এমন কোন বিষয় থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিক সংখ্যক শিক্ষার্থী কেন্দ্রীয় কমিটির সুযোগ পাচ্ছেন আর অন্যান্য ইউনিট থেকে সুযোগ পাচ্ছেন না সেটি আমি মনে করি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক,  আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলে যদি কোন অসভঙ্গতি থেকে থাকে বা পদপ্রাপ্তির বিষয়ে কোন মনঃক্ষুন্নতা অন্য ইউনিট গুলোতে থেকে থাকে তবে আমার কাছে মনে হয় সেটি সমাধান করা সম্ভব। সেটি  তারাই বিবেচনা করতে পারবেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে সাত কলেজের শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করার পেছনে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা বড় ভূমিকা পালন করেছে। উনার নির্দেশে বাংলাদেশের সেরা সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা হয়েছে। যেখানো প্রধানমন্ত্রীর একটি দীর্ঘ পরিকল্পনা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মনে করে সাতটি কলেজের সাথে   আমাদের আরও সুন্দর ও  নিবিড় সম্পর্ক গড়ে উঠবে।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক মান এবং সাত কলেজের রাজনৈতিক মান সমান হয়ে যাক। কেউ যেন কোন জায়গা থেকে এমন মনে করতে না পারেন যে কোন ভাবে তারা বঞ্চিত হচ্ছেন। তাছাড়া সকল বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় সাত  কলেজের শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও মন্তব্য করেন।


সর্বশেষ সংবাদ