ভাইকে মেনটেইন করতে হবে কেন: ছাত্রলীগ নেতাকর্মীদের কাদের

  © সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আমার খারাপ লাগে ছাত্রলীগের কর্মীরা যখন ফোন দেয়, মেসেজ করে। আমি বলি ছাত্রলীগ করলে ভালোভাবে করবে। তারা খুব বড় গলায় বলে আমি অমুক ভাইকে মেইনটেইন করি। আমি তমুক ভাইকে মেইনটেইন করি। 

“ভাইকে মেইনটেইন করতে হবে কেন? এটা কোন কথা? এটা তো ছাত্রলীগের জীবনেও দেখিনি। ভাইকে মেইনটেইন করতে হবে কেন? মেইনটেইন করতে হবে বঙ্গবন্ধুর আদর্শকে। মেইনটেইন করবে শেখ হাসিনার সততা, সাহসকে। মেইনটেইন করবে সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশকে। ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে।”

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করেন।

এর আগে অতীতে সভায় দাওয়াত করে দীর্ঘ সময় বসিয়ে রাখার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, নেতাদের বসিয়ে রেখে... তাহলে দাওয়াত দিচ্ছো কেন? একেক জন লম্বা বক্তৃতা! সময় বুঝে বলতে হবে। মেইনটেইন টেনটেইন যেন আর শুনতে না পাই। ছাত্রলীগকে সম্পূর্ণ সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, গত ৪৭ বছরের সবচেয়ে সাহসী ও দক্ষ নেতৃত্বের নাম শেখ হাসিনা। গত ৪৭ বছরের সবচেয়ে দক্ষ কূটনীতিকের নাম শেখ হাসিনা। তিনি হলেন সংকটের ক্রাইসিস ম্যানেজার। বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে শত্রুর মুখে ছাই দিয়ে। শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।


সর্বশেষ সংবাদ