আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা

বাস্কেটবলে ইবির হ্যাট্রিক জয়, রানার্স আপ জাবি ও তৃতীয় স্থানে ঢাবি

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেট বল প্রতিযোগিতায় টানা তৃতীয় বার জয়ের পর উপাচার্যের সাথে 
ইবির খেলোয়াড়রা
আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেট বল প্রতিযোগিতায় টানা তৃতীয় বার জয়ের পর উপাচার্যের সাথে ইবির খেলোয়াড়রা  © টিডিসি ফটো

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায় টানা তৃতীয় বারের মত শিরোপা লাভ করে হ্যাট্রিক জয় নিশ্চিত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায় ২০১৯ এর ফাইনাল খেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে টানা তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়।

খেলায় ৯০-৫৫ পয়েন্টের ব্যাবধানে হেরে রানার্স আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দিনের অন্য খেলায় টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শাহাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৪২-৩০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে মঙ্গলবার দুপুরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দল, রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘একুশ শতকের উপযুক্ত মানবশক্তি তৈরিতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের বিকল্প নেই। কেননা খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ড সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক থেকে দূরে রাখে। আর ইসলামী বিশ্ববিদ্যালয় এসব কর্মকান্ডে বার বার কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করছেন ইবি উপাচার্য

 

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বিজয়কে ছিনিয়ে আনার জন্য সব ধরণের খেলায় যেমন লক্ষ্যকে স্থির করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। ঠিক তেমনি লেখা-পড়ার ক্ষেত্রেও যদি তোমরা তোমাদের লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে যাও, তাহলে সাফল্য তোমাদের কাছে ধরা দিবেই।’

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির সভাপতি ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ ।

শারীরিক শিক্ষা বিভাগের সহাকারী পরিচালক মাবিলা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ সোহেল প্রমুখ।

প্রসঙ্গত, এ বছর আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায় দুইটি গ্রুপে ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ মোট সাতটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করে। গত ১ মার্চ (শুক্রবার) ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিমনিশিয়ামে উডেন ফ্লোরে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলার দৃশ্য

 

 


সর্বশেষ সংবাদ