জেসুস-কুতিনহোকে বাদ দিয়ে ব্রাজিলের দল ঘোষণা

জেসুস-কুতিনহো
জেসুস-কুতিনহো  © সংগৃহীত

বিশ্বকাপে আর মাত্র কয়েক মাস বাকি। তার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল। ফ্রান্সে ২৩ সেপ্টেম্বর ঘানা ও ২৭ সেপ্টেম্বর রাতে তিউনেশিয়ার বিপক্ষের ওই দুই ম্যাচের জন্য চমক রেখে দল দিয়েছেন ব্রাজিল কোচ তিতে। ২৬ সদস্যের ওই দলের সবচেয়ে বড় চমক স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও কুতিনহোর বাদ পড়া।

আর্সেনালের জার্সিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন জেসুস। এছাড়া বাদ পড়েছেন আর্সেনালের লেফট উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও সেন্ট্রাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাঘাইলেস। দলে জায়গা হয়নি অফ ফর্মে থাকা অভিজ্ঞ ফিলিপে কুতিনহো ও দানি আল-ভেজের।

প্রথমবার ডাক পেয়েছেন দীর্ঘদেহী সেন্ট্রাল ডিফেন্ডার গ্লেইসন ব্রেমের। তুরিনে থাকতে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। তখন অবশ্য কোচের নজরে পড়েননি। তবে চলতি মৌসুমে জুভেন্টাসে আসতেই দলে ডাক পেয়েছেন ব্রেমের। ডাক পেয়েছেন রোমায় খেলা ডিফেন্ডার রজার ইবায়েজ। ফ্লামেঙ্গোয় খেলা তরুণ স্ট্রাইকার পেদ্রোও সুযোগ পেয়েছেন ঘোষিত দলে।

দল ঘোষণার বিষয়ে ব্রাজিলের কোচ তিতে বলেন, দারুণ ছন্দে আচে জেসুস। অবশ্যই দলে জায়গার জন্য লড়ছে সে। এই দলটা বিশ্বকাপের আগে অন্যদের দেখে নেয়ার ভালো সুযোগ। কুতিনহো ও জেসুস অসাধারণ খেলোয়াড়। মার্টিনেল্লিকে নিয়ে কথা হচ্ছে। সবাইকে দলে নেয়া কঠিন।

ব্রাজিল দল:

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এদেরসন মোরালেস (ম্যানসিটি), ওয়েভারটন (পালমেইরা)।

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, দানিলো, গ্লেইসন ব্রেমের (জুভেন্টাস), অ্যালেক্স টেলাস (সেভিয়া), থিয়াগো সিলভা (চেলসি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনোস (পিএসজি), রজার ইবায়েজ (রোমা)।

মিডফিল্ডার: কাসেমিরো, ফ্রেড (ম্যানইউ), ফ্যাবিনহো (লিভারপুল), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)।

আরও পড়ুন: অবসরের ঘোষণা দিলেন অ্যারন ফিঞ্চ

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), রিচার্লিসন (টটেনহ্যাস), রর্বাতো ফিরমিনো (লিভারপুল), ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস (রিয়াল মাদ্রিদ), অ্যান্তোনি (ম্যানইউ), রাফিনহা (বার্সেলোনা), ম্যাথিউস কুনহা (অ্যাথলেটিকো মাদ্রিদ), পেদ্রো (ফ্লামেঙ্গো)।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence