বিশ্বকাপে মেসিদের নতুন অ্যাওয়ে জার্সি উন্মোচন

মেসি
মেসি  © সংগৃহীত

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের জন্য নতুন আর্জেন্টিনা জাতীয় দলের অ্যাওয়ে জার্সি পরা লিওনেল মেসি ও পাউলো দিবালার ছবি প্রকাশ করেছে অ্যাডিডাস। মেসি ও দিবালা দুজনই অ্যাডিডাসের সঙ্গে চুক্তিবদ্ধ।

হোম জার্সির তুলনায় অ্যাওয়ে জার্সিটি নজর কেড়েছে সমর্থকদের। আকাশি-নীলের বাইরে এবারই বেগুনি রঙের জার্সি ব্যবহার করবে আলবিসেলেস্তেরা। 

প্রথমবার আর্জেন্টিনার জার্সির রঙ বেগুনি। অ্যাডিডাস ও এএফএ’র লোগো রুপালি রঙয়ের এবং কাঁধের উপর হালকা বেগুনি তিনটি স্ট্রাইপ। জার্সির ডানপাশে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও বাঁপাশে অ্যাডিডাসের লোগো রয়েছে। এ দুটি লোগো সিলভার রঙে রাখা হয়েছে। এছাড়া কাঁধে বেগুনি রঙের ছায়ায় তিনটি স্ট্রাইপ রয়েছে। 

আরও পড়ুন: আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

জার্সির এই রঙ নির্বাচন করার ব্যাখ্যা দিয়েছে অ্যাডিডাস। তারা বলছে, লিঙ্গ সমতায় অনুপ্রাণিত হয়ে এই রঙয়ের জার্সি তৈরি করা হয়েছে।


সর্বশেষ সংবাদ