পবিত্র হজ পালন করতে যাবেন আদিল রশিদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৪:১৪ PM , আপডেট: ২৪ জুন ২০২২, ০৫:০৩ PM
পবিত্র হজের আর খুব বেশি সময় বাকি নেই। আগামী ৭ থেকে ১২ জুলাই পালন করা হবে ২০২২ সালের হজ। ইসলামের এই পবিত্র দায়িত্ব পালনে ছুটি চেয়েছেন ইংল্যান্ড দলের অন্যতম সেরা স্পিনার আদিল রশিদ। তার ছুটি মঞ্জুরও করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট (ইসিবি) বোর্ড।
ক্রিকইনফো জানিয়েছে, শনিবার হজের উদ্দেশ্যে সৌদি আরবের পথে উড়াল দেবেন আদিল রশিদ। জুলাইয়ের মাঝামাঝিতে তার দেশে ফেরার কথা। সে অর্থে জুলাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে এ স্পিনারকে পাচ্ছে না ইংল্যান্ড। ১৯ জুলাই থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই সিরিজে তাকে পাওয়া যেতে পারে।
প্রাপ্তবয়স্ক ও শারিরিক-আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমদের জীবনে একবার হলেও হজ পালন করতে হয়। আদিল রশিদ চলতি বছরের শুরুর দিকে হজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। এবার ছুটি পেয়ে যাওয়ায় তার আর হজ করতে কোনো বাধা রইল না।সৌদি আরবের উদ্দেশে শনিবার যাত্রা শুরু করবেন তিনি ।
আরও পড়ুন: প্রশিক্ষণে যাওয়ার সময় না ফেরার দেশে চার শিক্ষক
রশিদ ক্রিকইনফোকে জানান, বেশ কিছু দিন ধরেই আমি হজ পালনের কথা ভাবছিলাম। সময়ের কারণে কাজটা কঠিন হয়ে পড়ছিল। চলতি বছর মনে হয় আমার হজ করতেই হবে। আমি ইসিবি আর ইয়র্কশায়ারের সঙ্গে কথা বলি, তারা এ বিষয়টা বুঝতে পারেন ও আমাকে উৎসাহ প্রদান করেন। হ্যাঁ, যেটা তোমার করতেই হবে সেটা করো এরপর যখন সম্ভব হয়, ফিরে এসো। আমি ও আমার স্ত্রী সেখানে যাচ্ছি আর আমরা সেখানে কয়েক সপ্তাহ পর্যন্ত থাকব।
সবার বিশ্বাসেই ভিন্ন ভিন্ন কিছু বিষয় রয়েছে, কিন্তু ইসলামে ও একজন মুসলিম হিসেবে হজ সবচেয়ে বড় কাজগুলোর মধ্যে একটি। আমি জানি হজ আমাকে করতেই হতো, যেহেতু আমি তরুণ, শক্তিশালী ও স্বাস্থ্যবান। এটা এমন কিছু যার জন্য আমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।