আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নিরপেক্ষ আম্পায়ার

আম্পায়ার
আম্পায়ার  © সংগৃহীত

নিরপেক্ষ আম্পায়ারিং নিয়ে অনেক দিন ধরেই প্রশ্ন উঠেছে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে যেন বিতর্কের আগুনে ঘি ঢালছে। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের পর আইসিসির কাছে বাংলাদেশের আনুষ্ঠানিক অভিযোগ করার কথাও জানা গেছে।

অবশেষে আগের নিয়মে ফিরতে যাচ্ছে আইসিসি। ২০২২-২৩ মৌসুম থেকে টেস্টে নিরপেক্ষ আম্পায়ার ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। গতকাল বিশ্ব ক্রিকেট প্রশাসনের বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০০২ সাল থেকে টেস্ট ম্যাচের ক্ষেত্রে ম্যাচ রেফারি, দুই অন-ফিল্ড আম্পায়ার ও তৃতীয় আম্পায়ার থাকেন নিরপেক্ষ। শুধু চতুর্থ আম্পায়ার হয় স্থানীয়। ওয়ানডের ক্ষেত্রে ম্যাচ রেফারি, একজন অন-ফিল্ড আম্পায়ার, তৃতীয় আম্পায়ার থাকেন নিরপেক্ষ; আরেক জন অন-ফিল্ড আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার স্থানীয়। আর টি-টোয়েন্টিতে শুধু ম্যাচ রেফারি হয় নিরপেক্ষ। বাকিরা স্থানীয়।

করোনা ধাক্কা সামলে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে দুই বছরেরও বেশি সময় ধরে। এ সময়ে বেশির ভাগ স্থানীয় আম্পায়ারই ম্যাচ পরিচালনা করেছেন। করোনায় ভ্রমণ জটিলতার এই সময়ে কপাল খুলেছে অনেক নতুন আম্পায়ারের। গত দুই বছরে ১২ জন আম্পায়ারের টেস্ট অভিষেক হয়েছে। এসব ম্যাচে স্বাগতিক দলের সুবিধা পাওয়ার অভিযোগই বেশি পাওয়া গেছে।

আরও পড়ুন: কর্মস্থলে এক বছর ধরে গায়েব ‘বিসিএস ক্যাডার’ সেই কনস্টেবল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে আম্পায়ারের কিছু সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যাওয়ার পর এই সিরিজে না খেলা সাকিব আল হাসান বলেন, এখন আবার নিরপেক্ষ আম্পায়ারের নিয়মে ফেরা উচিত আইসিসির।

অবশেষে সবার দাবি পূরণ হতে যাচ্ছে। আইসিসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, যেহেতু ভ্রমণ জটিলতা কেটে গেছে। টেস্টে অনফিল্ডে একজন স্বাগতিক আম্পায়ারের সঙ্গে একজন নিরপেক্ষ আম্পায়ার থাকতে পারবেন। টিভি আম্পায়ারও নিরপেক্ষ থাকবেন।

আইসিসির সভায় আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। সেটি হলো, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নেবে ১২ দল। ওদিকে ২০২৩ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের আয়োজক স্বত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। বৈঠকে কিছু বিষয়ের এখনো সুরাহা হয়নি। এই সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা চার জাতির যে টুর্নামেন্টের প্রস্তাব পেশ করেছেন, সেটি পাস হয়নি।


সর্বশেষ সংবাদ