প্রথম টেস্ট জিততে টাইগারদের প্রয়োজন ২৭৪ রান

প্রথম টেস্ট জিততে টাইগারদের প্রয়োজন ২৭৪ রান
প্রথম টেস্ট জিততে টাইগারদের প্রয়োজন ২৭৪ রান  © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট করেছে টাইগাররা। নিজেদের লক্ষ্য রেখেছে ৩০০ এর নিচে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট হলো প্রোটিয়ারা। এখন জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৭৪ রান।

আজ রবিবার (০৩ এপ্রিল) ডারবান টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জন্য হতাশার কেটেছে। মাত্র একটি উইকেট নিতে পেরেছিল। বিপরীতে ক্যাচ ও সুযোগ মিস ছিল বেশ কয়েকটা। তবে দ্বিতীয় সেশনে এসেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সেটি বজায় থাকে তৃতীয় সেশনেও।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৬৭ অলআউট হয় প্রোটিয়ারা। পরে বাংলাদেশের ইনিংস থামে ২৯৮ রানে। ৬৯ রানে এগিয়ে থেকা স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২০৪ রানে। ফলে ২৭৩ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। যেখানে টেস্ট জিতে ইতিহাস গড়তে সাড়ে ৩ সেশনে করতে হবে ২৭৪ রান।

আরও পড়ুন: রেকর্ড সেঞ্চুরিতে বিশ্বকাপ অস্ট্রেলিয়ার

দ্বিতীয় ইনিংস বাংলাদেশের হয়ে বল হাতে এবাদত হোসেন আর মেহেদী হাসান মিরাজ সমাম ৩টি করে উইকেট নেন। কাঁধের চোট নিয়ে বল করেও ২ উইকেট পান তাসকিন। মূলত বোলারদের দাপটেই দক্ষিণ আফ্রিকায় এমন উজ্জ্বল পারফরম্যান্স বাংলাদেশের দলের।

ম্যাচের চতুর্থ দিনে ১৯৮ রান দিয়ে প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নিয়েছে সফরকারী। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক ডিন এলগার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত থাকেন রায়ান রিকলটন।

ধারাবাহিকভাবে উইকেট হারানো প্রোটিয়ারা শেষ ৪ উইকেট খুইয়েছে ২১ রানে। এই ইনিংসে বাউন্ডারি লাইন থেকে সরাসরি এক থ্রোতে সাইমন হারমারকে রান আউট করেন বদলি ফিল্ডার নুরুল হাসান সোহান। একাধিক সুযোগ হাতছাড়া করলেও দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ইয়াসির আলি রাব্বি আর সাদমান ইসলাম।


সর্বশেষ সংবাদ