কাতার বিশ্বকাপের অফিসিয়াল গান ‘হায়া হায়া’

হায়া হায়া গানের পোস্টার
হায়া হায়া গানের পোস্টার   © সংগৃহীত

কাতার বিশ্বকাপ ঘিরে এরই মধ্যে ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে নতুন উত্তেজনা। আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হবে ২০২২ কাতার বিশ্বকাপের ড্র। অফিশিয়াল বল ‘আল রিহলা’র পর এবার অফিশিয়াল গানও প্রকাশ করা হয়েছে। আর সেই গানের নাম দেওয়া হয়েছে ‘হায়া হায়া’ ইংলিশে ‘বেটার টুগেদার’।

আজ শুক্রবার ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে গানটি প্রকাশ করা হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন স্বাগতিক কাতারের গায়িকা আয়েশা, আফ্রিকার ডাভিডো ও আমেরিকান সঙ্গীত শিল্পী ত্রিনিদাদ কার্ডোনা।

আরও পড়ুন: এতেতো কেয়ামত হয়ে যায়নি: কাজী সালাউদ্দিন

ফিফা জানিয়েছে, সবাইকে একসাথে আনার বার্তা দিতেই আমেরিকা, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের শিল্পীরা গানটিতে কণ্ঠ মিলিয়েছেন। এই গানটিতে প্রতীকীভাবে উঠে এসেছে কীভাবে গান আর ফুটবল পুরো পৃথিবী একত্র করতে পারে।’

গানটিতে কাতারের প্রতিনিধিত্ব করেছেন আয়শা।

গানটি দেখুন


সর্বশেষ সংবাদ