সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ
সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ  © সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ বাংলাদেশের। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। এই ম্যাচ জিতলেই বাংলাদেশের সিরিজ নিশ্চিত। না পারলেও সুযোগ থাকবে তৃতীয় ওয়ানডেতে। অবশ্য হেড কোচ রাসেল ডমিঙ্গো অতদূর তাকাতে চান না। শুক্রবার আফগানদের আরেকবার হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করার ইচ্ছার কথা জানালেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ।

সমীকরণ বলছে, ৩-০ বা ২-১ যে কোনো ব্যবধানে এই সিরিজটা জিতলেই আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসবে বাংলাদেশ। এই মুহূর্তে দুই নম্বরে থাকা বাংলাদেশ এবং এক নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্টের ব্যবধান ৫।

বাংলাদেশ ১৩ ম্যাচের ৯টিতে জয়ে ৯০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। ইংল্যান্ডে পয়েন্ট ৯৫। আর একটা ম্যাচ জিতলেই ইংলিশদের ছাড়িয়ে চূড়ায় উঠে বসবেন টাইগাররা। রাসেল ডমিঙ্গো অবশ্য এসবে খুব বেশি আগ্রহী নন। সুপার লিগে বাংলাদেশ মোট ২৪ ম্যাচ খেলবে।

আরও পড়ুন: আফিফ-মিরাজের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

এখন পর্যন্ত তামিমরা খেলেছেন ১৩ ম্যাচ। ফলে শীর্ষস্থান নিয়ে এখনই উচ্ছাসিত হতে নারাজ ডমিঙ্গো। বললেন, ‘এখনও অনেক ওয়ানডে খেলার বাকি। বিশ্বকাপ অনেক দূরে। মাত্র ১৩ ম্যাচ খেললাম। ২৪ ম্যাচ খেলতে হবে। তাই অবস্থান নিয়ে কিছু বলতে চাই না। আমাদের মনোযোগ কালকের ম্যাচে।’

আগের ম্যাচে বাংলাদেশের টপ এবং মিডল অর্ডার স্রেফ উড়ে গেছে। ২১৫ রানের সহজ টার্গেট পেরুতে নেমে মাত্র ১৮ রানে চার উইকেট হারানো বাংলাদেশ ষষ্ঠ উইকেট হারায় ৪৫ রানে। শুরুর দিকের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে বলেছেন ডমিঙ্গো। হেড কোচের মতে উন্নতি প্রয়োজন বোলিং এবং ফিল্ডিংয়েও।

তিনি বলেন, ‘আমাদের আরও ভালো খেলতে হবে। গতকাল আমরা সম্ভবত ১৩টি ওয়াইড দিয়েছি। একটি ক্যাচ ফেলেছি। এরপর ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেললাম। গতকালের পারফরম্যান্স থেকে তিন বিভাগেই অনেক উন্নতি করতে হবে। দারুণ এক পার্টনারশিপে গতকাল জিতলেও আগামীকাল আরও ভালো করতে হবে।’

শুক্রবার নিশ্চয় ভুলগুলো শুধরে নিতে চাইবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার অনুশীলন করেননি বাংলাদেশ দলের অনেকেই। আগের ম্যাচের দুই নায়ক মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন ধ্রুব ছিলেন না অনুশীলনে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরাও ছিলেন না। সম্ভবত অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব-উর-রহমান ও ইয়ামিন আহমদজাই।


সর্বশেষ সংবাদ