বিপিএলে বাপ্পি লাহিড়ীর প্রতি শ্রদ্ধাঞ্জলি

প্রখ্যাত মিউজিশিয়ান বাপ্পি লাহিড়ীর প্রতি শ্রদ্ধা।
প্রখ্যাত মিউজিশিয়ান বাপ্পি লাহিড়ীর প্রতি শ্রদ্ধা।  © সংগৃহীত

উপমহাদেশের প্রখ্যাত মিউজিশিয়ান বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

বুধবার (১৬ ফেব্রয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়িং ম্যাচ চলাকালীন সময়ে মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় গুণী এই মিউজিশিয়ানের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় দিবসে ‘নির্লজ্জ মিথ্যাচার’ করেছেন শাবিপ্রবি ভিসি

জানা গেছে, বিপিএলের  প্রথম আসরের থিম সংয়ের সুর করেছিলেন বাপ্পি লাহিড়ী। সেই থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসের (বিপিএল) সঙ্গে জড়িয়ে আছেন তিনি।  ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি বিপিএলের প্রথম আসরে 'এলো এলো শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ' শিরোনামের সেই গানটি উদ্বোধনী অনুষ্ঠানে সমবেতভাবে গেয়েছিলেন বাংলাদেশের কুমার বিশ্বজিত, ভারতের শান এবং স্বয়ং বাপ্পি লাহিড়ী। এরপরের একাধিক বিপিএল আসরের থিম সং তৈরীতে বাপ্পি লাহিড়ী সম্পৃক্ত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতে ৬৯ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক এবং শিল্পী বাপ্পী লাহিড়ী। তিনি মাসখানেক ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন।  মহান মুক্তিযুদ্ধের সময় তৈরি হওয়া হাজার বছর পরে আবার এসেছি ফিরে বাংলার বুকে আছি দাঁড়িয়ে' গানটির সুর করেছিলেন বাপ্পি লাহিড়ী। আরেক কিংবদন্তি শিল্পী আবদুল জাব্বার গেয়েছিলেন সেই গান।


সর্বশেষ সংবাদ