আইপিএলে অবিক্রিত থাকলেন সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © ফাইল ফটো

শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম। আইপিএলের নিলামে উঠেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের নাম। সেখানে প্রথম দিনের নিলামে অবিক্রিত রয়ে গেছেন এই অলরাউন্ডার।

নিলামের ২ নাম্বার সেটে ছিলেন সাকিব। এই ক্যাটাগরিতে ছিলেন সুরেশ রায়না, স্টিভ স্মিথ, হার্শাল প্যাটেল, হেটমায়ার, জেসন হোল্ডারের মতো তারকা ক্রিকেটার। তবে সাকিবকে কিনতে কোনো দলই আগ্রহ দেখায়নি। ২ নাম্বার সেটে অবিক্রিত রয়ে  গেছেন সুরেশ রায়না ও স্টিভ স্মিথও। যেটিকে অঘটনই বলছেন ক্রিকেট বিশ্লেষকরা।

এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ব্যাঙ্গালুরুতে আইপিএলের ১৫তম আসনের নিলাম শুরু হয়।

মার্কি ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন শ্রেয়াস আয়ার। ভারতীয় এই ব্যাটসম্যানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার পেছনে সাড়ে ১২ কোটি রুপি খরচ করেছে দলটি।

মার্কি ক্যাটাগরির ক্রিকেটাররা কে কোথায়

৬.২৫ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে ডেভিড ওয়ার্নার
৬.৭৫ কোটি রুপিতে লখনউ সুপার জায়ান্টসে কুইন্টন ডি কক।
৭ কোটি রুপিতে রয়েল চ্যালেঞ্জ বেঙ্গালুরুতে ফাফ ডু প্লেসিস।
১২.২৫ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সে শ্রেয়াস আয়ার।
৮ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে ট্রেন্ট বোল্ট।
৯.২৫ কোটি রুপিতে পাঞ্জাব কিংসে কাগিসো রাবাডা।
৭.২৫ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স প্যাট কামিন্স।
৫.০০ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে রবিচন্দ্রন অশ্বিন।
৮.২৫ কোটি রুপিতে পাঞ্জাব কিংসে শিখর ধাওয়ান।


সর্বশেষ সংবাদ