ঢাকা টেস্ট
তাইজুলের জোড়া আঘাত, সাজঘরে পাক দুই ওপেনার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ১১:১৪ AM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১, ১২:০৫ PM
ঢাকা টেস্টের প্রথম সেশনে তাইজুলের জোড়া আঘাতে সাজঘরে ফিরে গেছেন ইনফর্ম পাকিস্তানের দুই ওপেনার। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ দুই উইকেটে ৭০ রান।
এর আগে, সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এই ম্যাচ জিতে সিরিজ সমতায় এনে টুর্নামেন্ট শেষ করতে চায় টাইগাররা।
এ লক্ষ্যে টাইগার দলে পরিবর্তন আনা হয়েছে তিনটি। একাদশে ফিরেছেন সাকিব আল হাসান, খালেদ হোসেন। আর ৯৯তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে মাহমুদুল হাসান জয়ের। দল থেকে বাদ পড়েছেন আবু জায়েদ রাহি, সাইফ হাসান ও ইয়াসির আলী রাব্বি।
সাজঘরে ফেরার আগে দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের রান যথাক্রমে ৩৯ এবং ২৫।
বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ হোসেন, এবাদত হোসেন।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।