মুশফিককে কারণ দর্শানোর নোটিশ বিসিবির

মুশফিকুর রহীম
মুশফিকুর রহীম  © ফাইল ছবি

ক্রিকেটার মুশফিকুর রহীমকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে দলে না থাকা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে মন্তব্য করেছিলেন মুশফিক। সংবাদমাধ্যমে দেয়া বক্তব্যে টিম ম্যানেজম্যানেন্টের প্রতি অভিমান এবং অসন্তোষের বিষয়টিই উঠে আসে। বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে কেন তিনি সেটি করেছেন তার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে আলো জ্বালাতে পারেননি মুশফিক। ভক্তদের প্রত্যাশা ছিলো পাকিস্তানের বিপক্ষে ভালো কিছু উপহার দিবেন তিনি। কিন্তু পুরো সিরিজ জুড়েই থাকছে মুশফিকের অনুপস্থিতি।

এ নিয়ে ভক্তদের পাশাপাশি খোদ মুশফিকও নাখোশ।  এ সিরিজে বিশ্রাম চাননি, বরং খেলতে চেয়ছেন বলে একাধিক গণমাধ্যমের কাছে তিনি দাবি করেন।

তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে মুশফিকের না থাকার ব্যাপারে জিজ্ঞেস করা হলে গণমাধ্যমকে তিনি বলেন, মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূরণ ক্রিকেটার। আমরা চাচ্ছি মুশফিক যেন সেরাটা দিতে পারে। এ জন্য টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দিয়েছি। আমাদের পরপর চারটি টেস্ট আছে। পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু। তার পরপরই নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ আছে।


সর্বশেষ সংবাদ