ম্যাচসেরা হলেন মাহমুদউল্লাহ

অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ
অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ  © ফাইল ফটো

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত খেলা টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ হয়েছেন ম্যাচসেরা। টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ হয় ১৪১ রানের ফাইটিং স্কোর।

ইনিংসে শেষ পর্যন্ত অধিনায়ক রিয়াদ অপরাজিত থাকেন ৩৭ রান নিয়ে। তার এ ইনিংসটি ৩২ বলে ৫টি চারে সাজানো ছিল। তবে ১ ওভার বল করে ৭ রান দিয়ে কোনো উইকেট পাননি টাইগার অধিনায়ক।

পুরো খেলাটাই ছিল লড়াই এবং উত্তেজনার।

শেষ ২ বলে জয়ের জন্য সফরকারীদের দরকার ছিল ১৩ রান। ওভারের ৫ম বলে এসে নো বল করেন মুস্তাফিজ এবং বলটিকে সীমানা ছাড়াও করেন কিউই অধিনায়ক টম লাথাম।বোনাস হিসেবে হিসেবে ৫ রান পেয়ে যায় নিউজিল্যান্ড। রান কমলেও বল ঠিকই থাকে। ২ বলে প্রয়োজন হয় ৮ রানের। পরের বলে ২ রান নেন লাথাম । শেষ বলে জিততে হলে ৬ রানের প্রয়োজন ছিল কিউইদের। কিন্তু মুস্তাফিজ তোপে মাত্র ১ রানেই সন্তুষ্ট থাকতে হয় সফরকারীদের। এতে ৪ রানের জয় পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রানেই আটকে যায় কিউই ইনিংস।

এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আর একটি ম্যাচ জিতলেই সিরিজ জয় হবে টাইগারদের।

এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।


সর্বশেষ সংবাদ