পিএসজিতেই থাকছেন এমবাপে

কিলিয়ান এমবাপে
কিলিয়ান এমবাপে  © ফাইল ফটো

টাকা না বাড়ানোয় রিয়াল মাদ্রিদে যাওয়া হলো না কিলিয়ান এমবাপের। ফলে আগামী মৌসুমেও প্যারিস সেইন্ট জার্মেইতেই থাকছেন বিশ্বকাপজয়ী ফরাসি এই স্ট্রাইকার।

জানা গেছে, এমবাপেকে কেনার জন্য রিয়ালের করা প্রথম প্রস্তাবের পর দ্বিতীয় প্রস্তাবটাও নাকচ হয়ে করেছে পিএসজি।  আজ ৩১ আগস্ট শেষ ইউরোপীয় দলবদলের সময়সীমা। আর তাই শেষ মুহূর্তে এসে ফরাসি তারকাকে দলে ভেড়ানোর আশা ছেড়েই দিয়েছে রিয়াল মাদ্রিদ।

ফুটবলভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকম তাদের প্রতিবেদনে জানাচ্ছে, এমবাপের জন্য ২০০ মিলিয়ন ইউরোর চাহিদা ছিল পিএসজির। কিন্তু রিয়াল মাদ্রিদ ১৮০ মিলিয়ন ইউরোর বেশি দিতে রাজি নয়। যে কারণে অনেক ইচ্ছে থাকার পরও রিয়ালে যেতে পারছেন না এমবাপে।

তবে এ মৌসুমে না গেলেও নতুন মৌসুমে হয়তো বিনা ট্রান্সফার ফিতেই রিয়ালে যোগ দিতে পারবেন এমবাপে। কেননা ২০২১-২২ মৌসুম পর্যন্তই পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে তার। যার মানে দাঁড়ায় ২০২২-২৩ মৌসুম শুরুর আগে তিনি নিজের ইচ্ছেমতো ফ্রি ট্রান্সফারেই যে কোনো দলে যোগ দিতে পারবেন।


সর্বশেষ সংবাদ