মাঠে নামছে ব্রাজিল, যেমন হবে একাদশ

প্রায় ২ মাস পর ফিরছে আন্তর্জাতিক ফুটবল। বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও। শুক্রবার (২১ মার্চ) কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সেলেসাওদের।
এদিকে এ ম্যাচ দিয়ে প্রায় ১৭ মাস পর জাতীয় দলে ফিরলেও ইনজুরিতে ফের মাঠের বাইরে চলে গেছেন নেইমার জুনিয়র। এ ছাড়া এদের মিলিতাও এবং দানিলো-ও ইনজুরিতে ভুগছেন। এর বাইরে মোটামুটি সেরা দলটাই পাচ্ছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
এর মধ্যে মিলিতাওয়ের জায়গায় গ্যাব্রিয়েল মাঘালহায়েস একাদশে জায়গা পেতে পারে। তার সঙ্গে অভিজ্ঞ মার্কুইনোস রয়েছেন। তবে ৩৩ বছর বয়সী দানিলোর বিকল্প তৈরি নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল ম্যানেজমেন্ট।
অন্যদিকে লেফট ব্যাকের সমস্যা নিয়েই মাঠে নামতে হচ্ছে সেলেসাওদের। এখনো প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি গিহার্মে অ্যারেনা। এ ছাড়া আবনার এবং ওয়েনডেলও ভরসার জায়গা হয়ে উঠতে পারেননি।
তবে মাঝমাঠে ব্রাজিলের ভরসার নাম হয়ে উঠেছেন ব্রুনো গিমারেজ। সম্প্রতি কারাবাও কাপ জিতেছেন নিউক্যাসলের এই অধিনায়ক। তার সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ড সামলাতে পারেন জেরসন। যদিও একাদশে ঢোকার লড়াইয়ে এগিয়ে জোয়েলিনটন।
৪ অ্যাটাকার নিয়ে একাদশ সাজাতে পারেন দরিভাল। লেফট ব্যাকে ভিনিসিয়াস ও রাইট ব্যাকে রাফিনিয়াকে দেখা যেতে পারে। আর নাম্বার টেনের ভূমিকায় রদ্রিগো গোয়েসকে দেখা যেতে পারে। উলভসের ম্যাথিউস কুনিয়াকেও এই পজিশনে খেলানো হতে পারে। ক্যারিয়ার সেরা ছন্দে আছেন এই স্ট্রাইকার।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন, ভ্যান্ডারসন, মার্কুইনোস, গ্যাব্রিয়েল মাঘালহায়েস, গিহার্মে অ্যারানা, জেরসন, ব্রুনো গিমারেজ, রদ্রিগো, ভিনিসিয়াস, রাফিনিয়া, ম্যাথিউস কুনিয়া।