লিভারপুলকে হারিয়ে ৭০ বছর পর চ্যাম্পিয়ন নিউক্যাসল
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:০৯ PM , আপডেট: ১৭ মার্চ ২০২৫, ১২:০৯ PM

হতাশার একটা সপ্তাহ কাটল লিভাপুলের। ট্রেবল জয়ের স্বপ্ন দেখছিল ক্লাবটি। তবে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর অল রেডরা গতকাল নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে খুইয়েছে ইংলিশ লিগ কাপের শিরোপাও। আর আর্নে স্লটের দলের এমন হতাশার রাতে বিরাট এক সাফল্য পেয়েছে নিউক্যাসল। ৭০ বছর পর আবার ঘরোয়া ফুটবলের চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল দলটি।
ঘরোয়া ফুটবলের প্রতিযোগিতায় নিউক্যাসল সর্বশেষ শিরোপা জিতেছিল ১৯৫৫ সালে। সেবার এফএ কাপ জয়ের পর দশকের পর দশক কেটে গেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি দলটি। অবশেষে এবার এসে আবারও নিজেদের নামের পাশে চ্যাম্পিয়ন তকমা যোগ করতে পারল নিউক্যাসল।
ঘরোয়া ফুটবলে ১৯৫৫ সালের পর এটি নিউক্যাসলের প্রথম শিরোপা হলেও ১৯৬৯ সালে ফেয়ার্স কাপ জিতেছিল নিউক্যাসল। এটি বর্তমানে ইউরোপা লিগ নামে প্রচলিত।
আরও পড়ুন: তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই নেতাকে বহিষ্কার করল ছাত্রদল
লিভারপুলের বিপক্ষে এ ম্যাচে নিউক্যাসলকে প্রথমার্ধেই এগিয়ে দিয়েছিলেন ড্যান বার্ন। ৪৫ মিনিটে তার করা গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল নিউক্যাসল। এরপর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আলেক্সান্ডার ইসাকের গোলে ব্যবধান দ্বিগুণ করে এড হাউয়ের দল।
নিউক্যাসলের ২-০ গোলের জয় যখন প্রায় নিশ্চিত, তখন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেদেরিকো কিয়েসার গোলে লিভারপুল ব্যবধান কমাতে পেরেছে শুধু। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয় নিউক্যাসল।