ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকের অবসর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১১:৩৭ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৫, ১২:০২ AM

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মুশফিকুর রহিম এখন থেকে শুধু টেস্ট ক্রিকেট খেলবেন। এর আগে ২০২২ সালে টি–টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি।
পোস্টে মুশফিক বলেন, ‘আমি আজ ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত হতে পারে, তবে একটি বিষয় নিশ্চিত, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সাথে ১০০ ভাগের বেশি দিয়েছি।’
তিনি লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি।’
পবিত্র কোরআনের একটি আয়াতও উদ্ধৃ্ত করেছেন মুশফিক, ‘ওয়া তুইজ্জু মান তাশা' ওয়া তুযিলু মান তাশা"– এবং তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন।’