ভাষা শহীদের স্মরণে ঢাবিতে শিক্ষার্থীদের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ভাষা শহীদ স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করে, যেখানে চ্যাম্পিয়ন হয় এফ রহমান হলের ‘শহীদ রফিক’ টিম এবং রানারআপ হয় জিয়া হলের ‘শহীদ সালাম’ টিম।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম সরকার, এমআইএস বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম শাহীন, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওলিউর রহমান জনি, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর জামান রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, ঢাবি ছাত্রদলের সদস্য হাসিবুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, সদস্য তানসেন ইসলাম, আব্দুর রউফ, আলম বাদশাসহ বিভিন্ন হলের নেতৃবৃন্দ।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ