ভারতকে কাঁপিয়ে ট্রিপল-উইকেট মেইডেন শিকার সাকিবের

সাকিব মাহমুদ
সাকিব মাহমুদ  © সংগৃহীত

ইতিহাস গড়লেন ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ। তিনি যা করলেন, সেটাকে ক্রিকেট রূপকথার কোনো গল্প বললে ভুল হবে না! পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চতুর্থ টি-টোয়েন্টিতে তার করা প্রথম ওভারেই ত্রিমূর্তি ধসিয়ে দিলেন তিনি—সঞ্জু স্যামসন (১), তিলক ভার্মা ও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে শূন্য রানে ফেরালেন ড্রেসিংরুমে!

সিরিজে প্রথমবার সুযোগ পেয়েই সাকিব যা করলেন, তা ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন। টি-টোয়েন্টিতে প্রথম ইংলিশ বোলার হিসেবে ট্রিপল-উইকেট মেইডেন এবং ভারতের বিপক্ষে এই কীর্তি গড়ার প্রথম ক্রিকেটার হয়ে গেলেন তিনি!

কে বলবে এই ছেলেটা ভারতের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন। প্রথম ওভারেই যে ধামাকা তিনি চালালেন, তাতে ভারতীয় ক্রিকেট দলের টপ অর্ডার কার্যত ছিন্নভিন্ন হয়ে গেল। একই ওভারে প্যাভিলিয়নে ফিরে গেলেন সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব। দ্বিতীয় ওভার শেষে টিম ইন্ডিয়া মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছে।

ওভারের প্রথম বলেই তিনি সঞ্জু স্যামসনের (১) উইকেট তুলে নিলেন। আরও একবার পুল শট মারতে গিয়ে তিনি আউট হয়ে যান। এই ম্যাচে ব্রাইডেন কার্সের হাতে সহজ ক্যাচ তুলে দিলেন। এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিলক বর্মা। তিনি তো গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ডিপ থার্ডে দাঁড়িয়ে জোফ্রা আর্চার একটা ক্যাচ তালুবন্দি করলেন। শরীরটা সামনের দিকে ভাসিয়ে তিনি অসাধারণ একটি ডাইভ দেন। 

এরপর নামতে হয় সূর্যকুমার যাদবকে। এতটাও তাড়াতাড়ি যে ব্যাট করতে নামতে হবে, সেটা কল্পনা করতে পারেননি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। যদিও উইকেটে তিনি খুব বেশিক্ষণ সময় কাটাতে পারলেন না। ওভারের শেষ বলে সেই ব্রাইডেন কার্সের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হল সূর্যকুমার যাদবকেও। শেষপর্যন্ত সাকিব ৪ ওভারে ৩৫ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। ভারত ৯ উইকেট হারিয়ে করে ১৮১ রান।


সর্বশেষ সংবাদ