বিপিএলে পারিশ্রমিক বিতর্ক, বাংলাদেশ ছাড়লেন শ্রীলঙ্কান অলরাউন্ডার
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫, ১১:২৭ AM
![লাহিরু সামারাকুন](https://cdn.thedailycampus.com/resources/img/article/202501/168664_192.jpg)
এবার বিপিএলে দেশ-বিদেশের খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বিতর্ক ও আলোচনা-সমালোচনা চলছেই। পারিশ্রমিক ইস্যুতে যখন উত্তাল ক্রিকেটাঙ্গন, তখন কোনো পারিশ্রমিক ছাড়াই বাংলাদেশ ছেড়েছেন দুর্বার রাজশাহীর শ্রীলঙ্কান অলরাউন্ডার লাহিরু সামারাকুন। তার দাবি, পারিশ্রমিক হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির কাছ থেকে একটি টাকাও পাননি তিনি।
বুধবার (২৯ জানুয়ারি) রাজশাহী দলের ক্যাম্প ছেড়ে শ্রীলঙ্কার পথে রওয়ানা হয়েছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। বাংলাদেশ ত্যাগের আগে সামারাকুন বলেছেন, ‘তারা (রাজশাহী কর্তৃপক্ষ) আমাকে কিছুই দেয়নি (পারিশ্রমিক হিসেবে), একেবারে শূন্য।’
গত ২১ জানুয়ারি বিপিএলের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে একটি অভিযোগও দায়ের করেন সামারাকুন। সেখানে তিনি উল্লেখ করেন কোনো টাকা না পাওয়ার কথা। শুধু তাই নয়। তার দাবি, গত ১৫ জানুয়ারির পর থেকে ক্রিকেটারদের জন্য বরাদ্দ দৈনিক ভাতাও তাকে দেয়নি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। সেসময় সামারাকুন একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি আমাকে এখনও একটি টাকাও দেয়নি। আমি প্রতিদিন তাদেরকে টাকার ব্যাপারে জিজ্ঞাসা করি। কিন্তু তারা বলে যে, তারা আগামীকাল আমাকে খেলার পরে বা আজ রাতেই টাকা দিয়ে দেবে। সেই কাল আর কখনোই আসে না।’