আইপিএলে দল পেলেন না মোস্তাফিজ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ PM
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাননি বাংলাদেশের কেউ ই। মনে করা হচ্ছে এ কারণেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নিজের নাম নিবন্ধন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ইতোমধ্যেই তিনি ড্রাফটের জন্য নাম পাঠিয়েছেন।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মোস্তাফিজের পিএসএলের ড্রাফটে নাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা মোস্তাফিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, 'বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজ পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন।'
আইপিএলের সর্বশেষ আসরে মোস্তাফিজ খেলেছিলেন চেন্নাই সুপার কিংস এর হয়ে। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন।
আগামী ৮ এপ্রিল শুরু হবে পিএসএল এর আসর। এ মৌসুমের আইপিএল ও পিএসএল এর আয়োজন করা হচ্ছে কাছাকাছি সময়ে। ফলে আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা ঝুঁকছেন পিএসএল এর দিকে। মোস্তাফিজ ও এমন ই একজন।
আশা করা যাচ্ছে, তার পিএসএল এ অংশগ্রহণ টি টুয়েন্টি ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবে। বাংলাদেশ ক্রিকেটের জন্যও হয়েউঠতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ দিক।