আম্পায়ারিংয়ে নজর কাড়ছেন সৈকত, ম্যাচ পরিচালনায় অস্ট্রেলিয়ায়

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত  © সংগৃহীত

আরও একটি ম্যাচ, সাধারণ ম্যাচ নয় ঐতিহাসিক ‘বক্সিং ডে’ টেস্ট। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে ওই ম্যাচ। ঘরের মাঠে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ভারতের। বর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট এটি। সিরিজ এখন ১-১। আশা করা হচ্ছে,মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রায় ৯০ হাজার মানুষ উপভোগ করবেন এই ‘বক্সিং ডে’ টেস্ট।

ঐতিহাসিক ‘বক্সিং ডে’ টেস্টে থাকছে থাকছে বাংলাদেশও। লালসবুজের প্রতিনিধি হয়ে সিরিজের ম্যাচের আম্পায়ারিংয়ে থাকছেন আইসিসির এলিট প্যানেলের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ইতোমধ্যে ম্যাচ পরিচালনার জন্য তিনি অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। বক্সিং ডে টেস্টে জোয়েল উইলসন ও মাইকেল গফ অন ফিল্ড আম্পায়ারের ভূমিকা পালন করবেন। তারা যখন কোনো সিদ্ধান্ত নিতে আটকে যাবেন, তখন আশ্রয় নেবেন তৃতীয় আম্পায়ার সৈকতের।

পরের টেস্টে সৈকতই থাকবেন মাঠে। সিডনিতে ৭ জানুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে তার সাথে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন মাইকেল গফ। উইলসন চলে যাবেন থার্ড আম্পায়ারের ভূমিকায়। 

এর আগে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টেস্ট সিরিজেও আম্পায়ারিং করেন আইসিসির এই ম্যাচ অফিসিয়াল। ডারবান টেস্টে ম্যাচ পরিচালনায় প্রশংসিত হয়েছেন সৈকত। নিখুঁতভাবেই ম্যাচটি পরিচালনা করেন। ম্যাচটিতে তার দেওয়া ৮টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে প্রতিটিতেই ব্যর্থ হয়েছে দুই দলের ব্যাটাররা। মানে শতভাগ সফল ছিলেন তিনি।

আইসিসি ইভেন্টসহ বিশ্বের বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এখন পরিচিত চিত্র। বাংলাদেশের এই আম্পায়ার কখনোবা মাঠের আম্পায়ার, কখনোবা টিভি, চতুর্থ আম্পায়ার হিসেবেও কাজ করেন। দুর্দান্ত আম্পায়ারিংয়ে নজর কেড়েছেন তিনি।

বাংলাদেশ থেকে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম ও একমাত্র ব্যক্তি ৪৮ বছর বয়সী শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এখন পর্যন্ত ২৩টি টেস্ট, ১০০টি ওয়ানডে ও ৭৩টি টি-২০ ম্যাচ পরিচালনা করেছেন তিনি।


সর্বশেষ সংবাদ