২০২৪ সালে ৫ ম্যাচে ৬ রান, তবু লিটন অধিনায়ক কেন?

লিটন দাস
লিটন দাস  © সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ দিয়েই ওয়ানডের সঙ্গে ২০২৪ সালের হিসেব-নিকেশ চুকিয়ে ফেলছে বাংলাদেশ। অন্তত এই ম্যাচটা দিয়ে বছরে কিছু রান করার সুযোগ ছিল ব্যাটার ও কিপার লিটন দাসের। কিন্তু ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ ওয়ানডেতে ০ (শূন্য) রানে আউট হওয়া লিটন এই বছরটাও শেষ করলেন ব্যর্থতা দিয়ে।

সিরিজের আগের দুই ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছিল ২ ও ৪ রান। ২০২৪ সালেই এর বাইরে যে দুটি ওয়ানডে খেলেছেন লিটন, গত মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সেই দুই ম্যাচেও দুটি ডাক মেরেছিলেন!  এ বছর খেলা তার ৬ ম্যাচে রান সংখ্যা  ১, ০, ০, ২, ৪, ০।

ওয়ানডে ক্রিকেটে একদমই ফর্মে নেই লিটন দাস। টি-টোয়েন্টিতেও একই অবস্থা। সর্বশেষ ২১ ইনিংসে মাত্র একটি ফিফটি তার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ফের অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন দাসকে।

নির্বাচকদের সিদ্ধান্তের প্রচল সমালোচনা চলছে ক্রিকেটপাড়ায়। লিটনকে অধিনায়ক করার সমালোচনা করে অনেকেই বলছেন, ‘লিটন একদমই ফর্মে নেই। দলে কীভাবে তিনি জায়গা পেলেন, সেটিই অকল্পনীয়।’ ফর্মহীন লিটনকে যেন দল থেকে বাদ দেওয়া না হয়, এজন্য তাকে অধিনায়ক করা হয়েছে বলছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও ইউটিউবে লিটনকে অধিনায়ক করায় ব্যাপক ক্ষোভ-সমালোচনা করছেন অনেকেই। বাজে ফর্মের জন্য যেখানে তিনি দল থেকে বাদ পড়বেন, সেখানে তাকে অধিনায়ক করায় অবাক হয়েছেন অনেকেই।

তিন সংস্করণ মিলিয়ে লিটন এর আগে বাংলাদেশকে ৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, এর মধ্যে ৪টিতে দল জিতেছে। টি–টোয়েন্টিতে তিনি একবারই নেতৃত্ব দিয়েছেন; ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে। অকল্যান্ডে হওয়া সেই ম্যাচে বাংলাদেশ ৬৫ রানে হেরে যায়। ব্যাট হাতে লিটন মারেন ‘গোল্ডেন ডাক’।


সর্বশেষ সংবাদ