টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:১০ AM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ PM
দুবাইয়ে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের একাদশ আসরের ফাইনালে মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় বেলা ১১টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।
এর আগে রোববার (৮ ডিসেম্বর) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত।
শেষ খবর পাওয়া পর্যন্ত বারো ওভারে ৪৪ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মোহাম্মদ শিহাব ও আজিজুল হাকিম। এর আগে ৩৫ বলে ২০ রান করে আউট হয়েছেন জাওয়াদ আবরার ও ১৬ বলে এক রান করে আউট হয়েছেন কালাম সিদ্দিকী।
বাংলাদেশ একাদশ: জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকী, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), মোহাম্মদ শিহাব জেমস, ফরিদ হাসান ফয়সাল (উইকেটরক্ষক), দেবাশীষ দেবা, সামিউন বাসির রাতুল, মারুফ মৃধা, রিজান হোসেন, আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন।
আরো পড়ুন: মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আজই, যা বলছে অধিদপ্তর
ভারত একাদশ: আয়ুশ মাত্রে, বৈভব সূর্যবংশী, আন্দ্রে সিদ্ধার্থ সি, মোহাম্মদ আমান (অধিনায়ক), কেপি কার্তিকেয়া, নিখিল কুমার, হরবংশ সিং (উইকেটরক্ষক), কিরণ চোরমলে, হার্দিক রাজ, চেতন শর্মা ও যুধাজিৎ গুহ।
উল্লেখ্য, গত আসরে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবারের টুর্নামেন্টেও দলটি অপরাজিত থেকে ফাইনালে উঠেছে।