আইপিএলের নিলামে বাংলাদেশের যেসব ক্রিকেটার 

আইপিএলের নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটার
আইপিএলের নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটার  © টিডিসি সম্পাদিত

চলতি বছরের ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় শুরু হবে ২০২৫ আইপিএলের নিলাম। আইপিএল আয়োজক কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, নিলামের জন্য মোট ১৫৭৪ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে সর্বোচ্চ ভারতীয় ১১৬৫ ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার ৪০৯ জন। যার মধ্যে বাংলাদেশের রয়েছেন ১৩ ক্রিকেটার।

নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন- তাসকিন আহমেদ, লিটন দাস, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শহীদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

এছাড়াও আছেন, সাকিব আল হাসান, মোস্তাফিজ ও লিটন আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। অন্য ১০ ক্রিকেটারের মধ্যে কেউ দল পেলে, সেটি হবে তাঁর প্রথম আইপিএল।

শহীদুল ছাড়া নিবন্ধনকৃত সব ক্রিকেটারই জাতীয় দলে বর্তমানে বিভিন্ন সংস্করণে খেলছেন। ২৯ বছর বয়সী শহীদুল বাংলাদেশের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। নিলামে ওঠা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শহীদুলের নামটা তাই কিছুটা অচেনা। নিলামে তাঁর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি।

বাংলাদেশের বেশির ভাগ ক্রিকেটারের ভিত্তিমূল্যই ৭৫ লাখ রুপি; সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজুর রহমানের ২ কোটি রুপি। মিরাজ, তাসকিন আর সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি রুপি।


সর্বশেষ সংবাদ