আর্জেন্টিনা পারেনি, পারল না ব্রাজিলও

আর্জেন্টিনা পারেনি, পারল না ব্রাজিলও
আর্জেন্টিনা পারেনি, পারল না ব্রাজিলও  © সংগৃহীত

লাতিন ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল আবারও মাঠে নেমেছিল। তবে একে অন্যের প্রতিপক্ষ হিসেবে নয়। ভিন্ন ভিন্ন ম্যাচে। এদিন প্রায় দুই মাস পর আজ ফের কলম্বিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। তবে এবার আর্জেন্টিনাকে হারিয়ে মধুর প্রতিশোধ তুলল কলম্বিয়া। এদিন আর্জেন্টিনা পারেনি, পারল না ব্রাজিলও। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দিল প্যারাগুয়ে। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। বারানকিয়ায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লিওনেল স্কালোনির দলকে ২–১ গোলে হারিয়ে দিল স্বাগতিকেরা। এ হারে টানা ১২ ম্যাচের অজেয় যাত্রা থামল বিশ্ব চ্যাম্পিয়নদের। কলম্বিয়ার এ জয়ের নায়ক হামেস রদ্রিগেসই। 

এর ফলে ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেলেন লিওনেল স্কালোনির শিষ্যরা। সবশেষ তারা হারে গত নভেম্বরে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই উরুগুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে। তার পরের ১২ ম্যাচের মধ্যে ১১টিই জিতেছে আর্জেন্টিনা, ড্র করেছে মাত্র একটি ম্যাচে।

অপরদিকে, বুধবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় কনমেবল অঞ্চলের বাছাইপর্বে ৮ম রাউন্ডের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় ভিনি-রদ্রিগোরা। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। দলের হয়ে একমাত্র গোলটি করেন ইন্টার মায়ামির ফুটবলার দিয়াগো গোমেজ। গোল অভিমুখে শট কিংবা পজিশন সব ক্ষেত্রেই আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। তবে, কাঙ্খিত সেই গোল পায়নি সেলেসাওরা। বিশ্বকাপের বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে হারটাই সঙ্গী হলো তাদের। 


সর্বশেষ সংবাদ