ভারতের কাছে অজিদের হারে যেভাবে টিকে রইলো টাইগারদের সেমির স্বপ্ন

বাংলাদেশ দল
বাংলাদেশ দল  © সংগৃহীত

সুপার এইটের হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেলো ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪ রানের জয় পেয়েছে ভারত। তবে ভারতের এই জয়ে সেমির স্বপ্ন টিকে থাকলো বাংলাদেশের।

মঙ্গলবার (২৫ জুন) সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় সুপার এইটে নিজেদের শেষ ম্যাচটি খেলতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জিতলেও সুপার এইট পর্বে এখন পর্যন্ত দুইটি খেলে দুইটিতেই হেরেছে বাংলাদেশ দল। 

বিশ্বকাপের ‘গ্রুপ-১’ এর সমীকরণ এমনও ছিল যে অস্ট্রেলিয়া আজ বড় ব্যবধানে জিতলে ভারতও শেষ পর্যন্ত বাদ পড়তে পারত। এমনই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০৬ রানের লক্ষ্য দেয় রোহিত শর্মার দল। ভারতের দেয়া সেই লক্ষ্য ১৫.৩ ওভারের মধ্যে তাড়া করতে পারলে নেট রানরেটে এগিয়ে যাওয়ার পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত হতো অজিদের।

তবে শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাটিং করেও ম্যাচটি জিততে পারেনি অস্ট্রেলিয়া। উল্টো ২৪ রানে হেরে সেমিফাইনালে খেলার সুযোগ প্রায় হাত ছাড়া হয়ে গেছে অজিদের। বিপরিতে গ্রুপ-১ থেকে প্রথম দল হিসেবে সেমিতে পা রাখল রোহিত শর্মার দল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন রোহিত। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ ডেভিড ওয়ার্নার। এই অভিজ্ঞ ওপেনার ফিরেছেন ৬ বলে ৬ রান করে। তবে ওয়ার্নারের বিদায় খুব একটা প্রভাব ফেলেনি অজিদের রান রেটে। 

শুরু থেকেই ঝোরো গতিতে রান তুলেছেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। এ দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৬৫ রান তুলে অস্ট্রেলিয়া। মার্শকে ৩৭ রানে ফিরিয়ে রানের গতিতে লাগাম দেন কুলদিপ যাদব। চারে নেমে দারুণ শুরু করেছিলেন ম্যাক্সওয়েল। তবে ১২ বলে ২০ রানের বেশি করতে পারেননি।

এই ম্যাচে জয় না পেলেও সেমির স্বপ্ন এখনও বেঁচে রয়েছে অস্ট্রেলিয়ার। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে সরাসরি সেমিফাইনালে উঠেছে রোহিতরা। অন্যদিকে, মঙ্গলবারের (২৫ জুন) ম্যাচে যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ, তখন গ্রুপের বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২। তখন হিসেবে আসবে নেট রানরেট। রানরেটে যে দল এগিয়ে থাকবে, তারাই ভারতের সঙ্গে উঠবে সেমিতে।

পয়েন্ট টেবিলের হিসেব অনুযায়ী ভারতের বর্তমান নেট রানরেট ‍+২.০১৭। অস্ট্রেলিয়ার নেট রানরেট -০.৩৩১। আফগানিস্তানের রানরেট -০.৬৫০ এবং বাংলাদেশের -২.৪৮৯। অর্থাৎ বাংলাদেশের রানরেট সবচেয়ে কম। সেমিতে যেতে হলে রশিদদের বিপক্ষে শান্তদের জিততে হবে তাই বিশাল ব্যবধানে। ইএসপিএন ক্রিকইনফো বলছে, যদি বাংলাদেশ আগে ব্যাট করে ১৬০ রান করে, তাহলে টাইগারদের জিততে হবে অন্তত ৬২ রানে। শান্তরা কি তা পারবে?

পরিসংখ্যান অনুযায়ী, আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে কখনও জিততে পারেনি আফগানিস্তান। ৫০ ওভার বা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনটিতেই নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একবার দেখা হয়েছে দু’দলের। ২০১৪ সালে ঘরের মাঠের বিশ্বকাপে আফগানদের মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের জয় পায় টাইগাররা। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৫টিতে ও আফগানদের ৬টিতে।


সর্বশেষ সংবাদ