প্রোটিয়াদের কাছে ১ রানে হেরে স্বপ্নভঙ্গ নেপালের

প্রোটিয়াদের কাছে ১ রানে হেরে স্বপ্নভঙ্গ নেপালের
প্রোটিয়াদের কাছে ১ রানে হেরে স্বপ্নভঙ্গ নেপালের  © সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩১তম ম্যাচে নেপালের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিলো ১১৫ রান। এই রান করতে তাদের হারাতে হয়েছে ৭টি উইকেট। তবে শেষে তীরে এসে তরি ডুবল নেপালের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১ রানে হেরে ইতিহাস গড়া হলো না দলটির। এতে স্বপ্নভঙ্গ হলো নেপালের। এরই সঙ্গে আসর থেকেও বিদায় নিশ্চিত হলো। 

শনিবার (১৫ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনের সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যাল গ্রাউন্ডে নেপালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে ১১৫ রানের মামুলি সংগ্রহে আটকে রাখল নেপাল। রেজা হেনড্রিক্স করেন সর্বোচ্চ ৪৩ রান।

জবাবে খেলতে নেমে শুরুটা ভালো করলেও দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতার কাছে হার মানে নেপাল। নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১১৪ রানে থামে হিমালের ছেলেরা। বল হাতে চার উইকেট পাওয়া কুশাল ভুর্তেল আর উইকেটরক্ষক আসিফ শেখের জুটিতে আসে ৩৫ রান। দুজনেই যখন নেপালের দর্শকদের স্বপ্ন দেখাচ্ছিলেন, তখনই আঘাত হানেন শামসি। বোল্ড হয়ে ফেরেন ভুর্তেল। অধিনায়ক রোহিত পোডেলকেও সুযোগ দেননি শামসি। ১ বল পরেই তাকে ফেরান। সেবারেও দারুণ সুইংয়ে বোল্ড করেন এই লেগি। 

অনিল শাহকে নিয়ে এরপর আসিফ শেখের ৫০ রানের জুটি। নেপাল তখনও জয়ের স্বপ্নে বিভোর। উইকেটের জন্য মরিয়া হয়ে আক্রমণে আসেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম নিজেই। পার্ট-টাইমার এই অফস্পিনারের আগমন কাজে লাগল। ক্যাচ তুলে দিয়ে আউট অনিল। এরপর ১৮তম ওভারে শামসির আরেকটা ম্যাজিকাল ওভার। আর শেষ দুই ওভারে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের দৃশ্যপট। শেষ পর্যন্ত অভিজ্ঞতা আর গেইম অ্যাওয়ারনেসের সুবাদে ১ রানের জয় প্রোটিয়াদের।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে শুরু থেকেই চেপে ধরেন কুশাল ব্র‍ুটালরা। প্রথম ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে আসে ৫৭ রান। এরপর ১১.২ ওভারে এসে দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কুশালের শিকার হয়ে ফেরেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ২২ বলে ১৫ রানে ফেরেন তিনি। এর আগে ৩.৪ ওভারে উদ্বোধনী জুটি ভাঙে ডি কক ফিরলে, দীপেন্দ্রর প্রথম শিকার হয়ে ফেরেন ১০ রানে।

তবে এরপরই প্রোটিয়াদের আরও চেপে ধরেন নেপালের স্পিনাররা। হেনরিখ ক্লাসেন ৩ ও মার্কো জানসেন ফেরেন ১ রানে। একপাশ আগলে রাখা রেজা হেনড্রিকসও ফেরেন এর মাঝেই। ১৫.৩ ওভারে ৪৯ বলে ৪৩ রানে দীপেন্দ্রর বলে আউট হন তিনি।
ডেভিড মিলার বিতর্কিতভাবে জীবন পেলেও তা কাজে লাগাতে পারেননি, ৭ রানেই শেষ হয় তার ইনিংস। তবে প্রোটিয়ারা তিন অংকের ঘরে পৌঁছে মূলত ট্রিস্টান স্টাবসের ব্যাটে। ১৮ বলে অপরাজিত ২৭ রান তুলে দলকে পৌঁছান ১১৫ রানে।

দীপেন্দ্র সিং ৩ ও কুশাল ব্রুটাল নেন ৪ উইকেট। উইকেট না পেলেও দারুণ বল করেন সন্দিপ লামিচানে। নেপালের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন কুশাল ভারটেল। 

 

সর্বশেষ সংবাদ