বাংলাদেশি সাংবাদিকের ভুল ইংরেজির ট্রল এবার নাইট রাইডার্সের পেজে

ভুল প্রশ্ন নিয়ে আন্দ্রে রাসেল ও সুনীল নারিনদের অট্টহাসি
ভুল প্রশ্ন নিয়ে আন্দ্রে রাসেল ও সুনীল নারিনদের অট্টহাসি  © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখের কলকাতা। সোমবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগের ফাইনাল জয়ের মধ্যদিয়ে তৃতীয় শিরোপার আনন্দ একটু বেশিই ছিলো আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের।

ম্যাচ শেষে কেকেআরের সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও শেয়ার করা হয়েছে। এর মধ্যে রাসেল ও নারিনেরও একটি ভিডিও ছিল। যা দেখে ফিরল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্মৃতি।

নারিন-রাসেলদের সঙ্গে কী এমন হল কেকেআরের ড্রেসিংরুমে, যাতে ফিরল বিপিএলের স্মৃতি? আসলে ২০২৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই টিমের সদস্য ছিলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা।

বিপিএলের ফাইনালের পর বাংলাদেশি এক রিপোর্টার ভুল ইংরেজিতে প্রশ্ন করেন আন্দ্রে রাসেল-সুনিল নারিনদের। ওই রিপোর্টারের প্রশ্ন ছিল, ‘ফাইনাল ম্যাচ ইয়োর পারফর্ম হোয়াট হ্যাপেনিং?’

হয়তো তিনি বলতে চেয়েছিলেন, ফাইনাল ম্যাচে নিজের পারফরম্যান্স নিয়ে কী বলবেন? কিন্তু তা না বলায় রাসেল-নারিনরা কোনো উত্তর দিতে পারেননি। সেময় সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছিল। অবশ্য পাকিস্তান প্রিমিয়ার লীগের (পিএসএল) ফাইনাল শেষেও বাংলাদেশি ওই রিপোর্টার প্রশ্ন নিয়ে হয়েছে হাসি-তামাশা।

এবার ১৭তম আইপিএলের ফাইনালের পর সেই স্মৃতি আবার ফিরল। কেকেআরের ড্রেসিংরুমে নারিন এবং রাসেলকে একই প্রশ্ন করা হয়। ওই ভাঙা ইংরেজিতে। যা শুনে তাদের মনে পড়ে যায় বিপিএলের ঘটনা। হেসে লুটিয়ে পড়েন তারা। কেকেআরের পেজে পোস্ট করা ওই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এর আগে, এদিন আইপিএলের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতা। আগে ব্যাটিং বেছে স্টার্ক-রাসেলদের তোপে স্রেফ ১১৩ রানে গুটিয়ে যায় সানরাইজার্স। শ্রেয়াস আইয়ারের দল ওই রান তুলে নেয় ৫৭ বল  বাকি থাকতে।

দলের সবচেয়ে সফল বোলার রাসেল ১৯ রানে পান ৩ উইকেট। স্টার্ক ১৪ রানে নেন ২ উইকেট, তবে ম্যাচে প্রভাব ছিলো তারই বেশি।  রান তাড়ায় ভেঙ্কেটেশ আইয়ার খেলেন ২৬ বলে ৫২ রানের ইনিংস


সর্বশেষ সংবাদ