টি-২০ বিশ্বকাপে নতুন রেকর্ডের সামনে বাংলাদেশের আম্পায়ার সৈকত

বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত  © ফাইল ছবি

এবারের টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত। আগামী ২ জুন যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচে রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। 

যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচ পরিচালনার মাধ্যমে নতুন ইতিহাসও গড়বেন শরফুদ্দৌলা। বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে তিনি প্রথম ছেলেদের টি-২০ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন।

এর আগে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাঁচটি ম্যাচের আম্পায়ার ছিলেন সৈকত। এ ছাড়া আইসিসির দু’টি নারী ওয়ানডে বিশ্বকাপের আম্পায়ার্স প্যানেলে ছিলেন তিনি। 

আরো পড়ুন: যুক্তরাষ্ট্র দলে নেই কোনো নিজস্ব ক্রিকেটার, খেলছেন বিভিন্ন দেশের বাদপড়ারা

জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৈকত এক বছরে এমার্জিং আম্পায়ার থেকে এলিট প্যানেলে নাম লেখান। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচের পারফরম্যান্স শীর্ষে নিয়ে গেছে তাঁকে।

২০০৬ সাল থেকে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে আছেন সৈকত। ২০১০ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচেআন্তর্জাতিক আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার।

১০টি টেস্ট, ৬৩টি ওয়ানডে এবং ৪৪টি টি-২০ ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। পাশাপাশি নারীদের ১৩টি ওয়ানডে ও ২৮ টি-২০ ম্যাচের আম্পায়ার ছিলেন তিনি।


সর্বশেষ সংবাদ