ক্রিকেটে গতির ঝড় তুলতে অভিষেক টাইগার পেসার নাহিদের

পেসার নাহিদ রানার হাতে টেস্ট ক্যাপ তুলে দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত
পেসার নাহিদ রানার হাতে টেস্ট ক্যাপ তুলে দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত  © সংগৃহীত

সিলেটে প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এতে অভিষেক হয়েছে তরুণ পেসার নাহিদ রানার। ২১ বছর বয়সী এ পেসার বিপিএলে ১৪৯ কিলোমিটার গতি তুলে আলোচনায় এসেছিলেন।

শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এ ম্যাচে ৯ বছর পর টস জিতে ঘরের মাঠে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের অধিনায়ক। 

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, উইকেটে শুরুতে পেসারদের জন্য ভালো থাকবে। সেটা কাজে লাগাতে চান তারা। টস জিতলে একই পথে হাঁটতেন  বলে শ্রীলঙ্কার অধিনায়ক জানান। খেলা শুরুর পর এর প্রতিফলনও দেখা গেছে। তিন রান তুলতেই প্রথম উইকেট হারায় লঙ্কানরা। 

আরো পড়ুন: সাকিবকে পেছনে ফেলে ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের সেরা বোলার এখন শরিফুল

সিলেটের উইকেটে ঘাস থাকায় দুই দলই পেসার বেশি রেখেছে। বাংলাদেশের হয়ে ৯ টেস্ট খেলা শরিফুল ইসলাম, ১২ টেস্ট খেলা খালেদ আহমেদ আর অভিষেক হওয়া নাহিদ রয়েছে। ২১ বছরের ডানহাতি পেসার নাহিদকে স্কোয়াডে নিয়েই টেস্টে নামানো হলো।

শ্রীলঙ্কার একাদশেও তিন পেসার লাহিরু কুমারা, কাসুন রাজিতা ও বিশ্ব ফার্নেন্দো। ছয় বিশেষজ্ঞ ব্যাটসম্যানের সঙ্গে অলরাউন্ডার রমেশ মেন্ডিস খেলবেন সাতে। 


সর্বশেষ সংবাদ