ফোনালাপ ফাঁস নিয়ে লাইভে আসছেন তামিম

তামিম ইকবাল
তামিম ইকবাল  © সংগৃহীত

ফোনালাপ ফাঁস নিয়ে জন্মদিনে ফেসবুক লাইভে আসার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের সঙ্গে কথা বলার একটি রেকর্ড প্রকাশ হয়েছে। যা নিয়ে চলছে নানা আলোচনা ভাইরাল হওয়া ‘তামিম-মিরাজের ফোন কলের’ কথাও নিজের পোস্টে উল্লেখ করেছেন তামিম ইকবাল। 

বুধবার (২০ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান অভিজ্ঞ এই টাইগার ওপেনার। 

সন্ধ্যা ৭টায় লাইভে আসার কথা জানিয়ে নিজের পেজে এক পোষ্টে তামিম লিখেছেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোন কল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।

এদিকে মিরাজের সঙ্গেই তামিমে ফোনালাপের একটি রেকর্ড ফাঁস হয়েছে গতকাল। ফাঁস হওয়া সেই রেকর্ড ভক্ত এবং ক্রিকেটপ্রেমীদের মাঝে চাঞ্চল্য তৈরি করেছে। মুঠোফোনে মিরাজের সঙ্গে কথাবার্তার মুশফিকের উপর তামিমের বিরক্তি প্রকাশ পেয়েছে।

ফাঁস হওয়া রেকর্ডে তামিম বলেন, ‘মুশফিক এটা কোনো কাজ করছে রে মিরাজ?’  তিনি আরও বলেন, ‘ফাইনালের পরে আমাদের মিটিংয়ে কী কথা হইছে? আমি তোরে ওই সময় একটা কথা বলছিলাম না যে আমরা চেষ্টা করব যে ৭০ থেকে ৮০ পারসেন্ট আমরা যেন সেইম টিম থাকতে পারি। ঠিক আছে? আর এই কথার আমার বেইসই ছিল তুই মুশফিক সব সহ। ঠিক না?’

দেশসেরা এই ওপেনার মুশফিককে নিয়ে আরও বলেন, ‘মুশফিক আমার জন্য ইম্পর্ট্যান্ট একজন ছিল। সে করছেটা কী শোন। সে আমার সাথে তো কথা বলেই নাই বলেই নাই, সে বলে এখন আলাদা একটা টিম বানাচ্ছে। শুনছস এটা?’

এবারের বিপিএলে একই দলে খেলেছেন তামিম, মুশফিক ‍ও মিরাজ। কিন্তু তাদের হঠাৎ এমন আলোচনা কেন? এমন প্রশ্ন অসংখ্য ভক্তের।

এদিকে আজ ৩৫তম জন্মদিন এই ওপেনারের। বুধবার (২০ মার্চ) ৩৫ বছরে পা দিলেন তিনি। ১৯৮৯ সালের এই দিনে চট্টগ্রামের খান পরিবারে জন্ম নেন তামিম ইকবাল। তার বাবার নাম ইকবাল খান। মা নুসরাত খান ইকবাল। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার বাংলাদেশের জার্সিতে খেলেন। এরপর বাংলাদেশ একে একে পার করেন

ক্রিকেট অনুরাগী ইকবাল খানের কনিষ্ঠ পুত্র তামিম। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। ভক্তদের দিয়েছেন অনেক আনন্দের মুহূর্ত। হয়েছেন দেশসেরা সেরা ওপেনারও।


সর্বশেষ সংবাদ