আবারও ডাক মারলেন লিটন

লিটন কুমার দাস
লিটন কুমার দাস  © ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বোল্ড হয়েছিলেন লিটন ‍কুমার দাস। ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই বোল্ড হন তিনি। দ্বিতীয় ম্যাচেও শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশি এই ওপেনার। তবে এবার খেলেছেন তিনিটি বল। ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। 

প্রথম ওভারের তৃতীয় বলটি স্টাম্পের ওপর গুড লেংথে করেছিলেন দিলশান মাদুশঙ্কা। সেখানে ফ্লিক করেছিলেন লিটন। ফাঁকা জায়গায় খেলতে পারেননি এই ওপেনার। বল চলে যায় সোজা স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা দুনিথ ভেল্লালাগের হাতে। তার এই আউটের মাধ্যমে কোনো রান করার আগেই উইকেট হারাল বাংলাদেশ।

৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪৫ রান। উইকেটে আছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। এর আগে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে সফরকারীরা। তবে দলে কোনো পরিবর্তন করেনি বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম।
 
শ্রীলঙ্কার একাদশ: আভিস্কা ফার্নান্দো, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, আশালঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা, দুনিথ ভেল্লালাগে। 

 


সর্বশেষ সংবাদ