এক ম্যাচ হারলেই আমরা খারাপ দল হয়ে যাই: শান্ত

নাজমুল হাসান শান্ত
নাজমুল হাসান শান্ত  © সংগৃহীত

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের একটিতে জয় পেলেও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডের আগে আজ চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শান্ত বলেন, 'আমরা এক ম্যাচ ভালো খেললে আমাদের সব কিছু ঠিক হয়ে যায়। আবার এক ম্যাচ হারলে আমরা অনেক খারাপ দল হয়ে যাই। এটা অতীতে হয়ে আসছে। 

টাইগার অধিনায়ক বলেন, রমজান শুরু হয়েছে, এটার কারণেও হতে পারে। এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না। শান্ত অবশ্য দর্শকদের সমর্থন গ্রহণ করার পাশাপাশি, দুয়োধ্বনিও গ্রহণ করছেন। তিন ফরম্যাটের নতুন অধিনায়ক বিশ্বাস করেন দর্শকরা আশা করেন আরো ভালো ক্রিকেট খেলার।

ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে সমর্থকদের নিয়ে নাজমুল বলেন, 'আমাদের সমর্থকরা সবসময় মাঠে আসেন, খেলা দেখেন, দলকে সমর্থন করেন। মাঝেমধ্যে আবেগে যেসব কথাবার্তা বলেন এগুলো আমাদের কারণেই বলেন। কারণ, তারা আশা করেন আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারি। তাই আমরাও আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করি তাদের কীভাবে ভালো ফিডব্যাক দিতে পারি।'

ওয়ানডে সিরিজে বুধবার (১৩ মার্চ) মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সফরকারীদের বিপক্ষে শেষ ম্যাচ হেরে টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া হয় টাইগারদের। তবে, ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে স্বাগতিকরা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে রয়েছেন তরুণ ওপেনার তানজিদ তামিম। বিপিএলের দশম আসরে ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন তিনি।

আরও পড়ুন:  জাতীয় দলে ফিরলে ওপেনিংয়েই খেলতে চান তামিম

তিন ম্যাচের ওডিআই সিরিজটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ। 


সর্বশেষ সংবাদ