টস জিতে ফিল্ডিংয়ে তামিমের বরিশাল

টস জিতে ফিল্ডিংয়ে ফরচুন বরিশাল
টস জিতে ফিল্ডিংয়ে ফরচুন বরিশাল  © সংগৃহীত

বিপিএলের জমজমাট প্লে-অফ লড়াইয়ের অপেক্ষায় আছে ক্রিকেট প্রেমিরা। দলগুলোও প্রস্তুত হচ্ছে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। শেষ মুহূর্তে ফরচুন বরিশাল উড়িয়ে এনেছে হার্ডহিটার ডেভিড অ্যান্ড্রু মিলারকে। এলিমিনেটর ম্যাচে আজ বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ফরচুন বরিশাল।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৩০ মিনিটে এলিমিনিটর ম্যাচে লড়বে পয়েন্ট তালিকার তিন ও চার নম্বর দল বরিশাল ও চট্টগ্রাম। এই ম্যাচে জয়ী দল কোয়ালিফায়ার নিশ্চিত করবে। আর পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।

লিগ পর্বের দুই দেখাতেই বরিশালকে হারিয়েছে শুভাগত হোমের দল। প্লে-অফে আবারও লড়াইয়ে নামছে দুই দল। প্লে-অফের সব ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। প্লে-অফ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ।

এবারের বরিশাল দলটি তারকাবহুল। অধিনায়ক তামিম ইকবাল ছাড়াও দলটিতে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজ এবং সৌম্য সরকারও খেলছেন এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে। সাথে আছেন শোয়েব মালিক, দুনিথ ওয়াল্লালেগেরা, আহমেদ শেহজাদ, ওবেদ ম্যাককয় কেশব মহারাজরা, কাইল মায়ার্স,  হার্ডহিটার ডেভিড অ্যান্ড্রু মিলারের মত বিদেশি তারকারা।  

এছাড়া ফর্মে রয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ১২ ম্যাচে ৩৯১ রান নিয়ে এবারের বিপিএলে রান সংগ্রাহকদের তালিকায় রয়েছেন শীর্ষে। স্ট্রাইক রেট ১২৬ এর কিছু বেশি। গড় ৩২.৫৮। বরিশালের প্লে-অফ দৌড়ে তামিম রেখেছেন বড় ভূমিকা। রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে রয়েছেন বরিশালের আরেক তারকা ব্যাটার মুশফিকুর রহিম। 

এদিকে পিছিয়ে নেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও। শুভাগত হোম চৌধুরীর নেতৃত্বে বেশ ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে তারা। ব্যাটিং এ ফর্মে রয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার সেঞ্চুরিতেই প্লে-অফ নিশ্চিত হয় চট্টগ্রামের। টুর্নামেন্টের তৃতীয় শীর্ষ রান সংগ্রাহকও তিনি। ১১ ম্যাচ খেলে করেছেন ৩৮২ রান। ১৩৬ স্ট্রাইকরেটে গড় ৩৪.৭৩। ২ ফিফটি আর ১ সেঞ্চুরি আছে তার নামের পাশে। 

প্লে-অফে চট্টগ্রামের পারফরম্যান্সও অনেকটা নির্ভর করবে তার ওপর। সন্ধ্যায় বিপিএলের প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। সেখানে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। এবারের বিপিএলের সবচেয়ে শক্তিশালী দুই দলই রংপুর ও কমিল্লা। রংপুর প্লে-অফ নিশ্চিত করে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে। আর পয়েন্ট তলিকার দ্বিতীয় সেরা ছিল কুমিল্লা।


সর্বশেষ সংবাদ