দুপুরে হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের যুবারা

  © সংগৃহীত

আজ শনিবার দক্ষিণ আফ্রিকার মাটিতে শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। ব্লোয়েমফনটেইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুুপুর ২ টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এর আগে গতকাল শুক্রবার বেজে ওঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দামামা। গতকালই অনুষ্ঠিত হয়েছে দুটি ম্যাচ।

২০২২ সালে শিরোপা ধরে রাখতে না পারলেও এবার আত্মবিশ্বাসের সাথেই বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশের যুবারা। এরই প্রমাণ মিলেছে গত মাসে ভারত-শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ ট্রফি জয়। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে বৃষ্টি আইনে ১১২ রানে হারলেও দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৬৫ রানে গুটিয়ে দিয়ে ৫ উইকেটের বড় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ।

এর আগে ২০২০ সালে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে দেশের হয়ে প্রথম বড় কোনো ট্রফি জয়ের স্বাদ নেয় যুবারা। যেখানে এখন পর্যন্ত বৈশ্বিক আসরে বড় কোন ট্রফি জিততে পারেনি জাতীয় ক্রিকেট দল।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দল: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।


সর্বশেষ সংবাদ