ছন্দে থাকা সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠ নামছে বাংলাদেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ০২:১৪ PM , আপডেট: ২৪ অক্টোবর ২০২৩, ০২:৩৯ PM
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে মঙ্গলবার (২৪ অক্টোবর) উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) ওয়াংখেড়েতে ম্যাচটি শুরু আজ দুপুর আড়াইটায়। ভারতের বিপক্ষে গত ম্যাচে বিশ্রামে থাকলেও আজ মাঠে নামছে সাকিব আল হাসান তবে খেলছেন না তাসকিন।
ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। বিশ্বকাপে আগের ম্যাচে জিতলেন না হারলেন, তাতে কিছু যায় আসে না। নির্দিষ্ট দিনে কে পারফর্ম করছে সেটিই ব্যাপার।’
সাম্প্রতিক পরিসংখ্যান বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ নিয়ামক হবে টস। তবে সাকিব তাকিয়ে টাইগার বোলারের দিকেই। টাইগার অধিনায়ক বলেন, ‘দোয়া করেন কালকে টসে যেন জিতি। স্পিনাররা হয়তো অনেক বড় ভূমিকা পালন করতে পারতো, যদি এই মাঠটা না হতো। এ মাঠের কারণে হয়তো স্পিনারদের ভূমিকাটা অত বেশি কার্যকর নাও হতে পারে। অন্যান্য মাঠে হলে, মনে করেন চেন্নাইয়ে হলে অনেক বেশি কার্যকর হতো। কিন্তু এই মাঠটা অনেক ছোট, অনেক বাউন্ডারি হয়, হাইস্কোরিং একটা গ্রাউন্ড। এখানে হয়তো স্পিনারদের ওরকম সুবিধা থাকবে না।’
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচের তিনটাতেই হার প্রোটিয়াদের। চোকার তকমা তারা ঘোঁচাতে পারেনি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও। তাইতো টাইগারদের নিয়ে অতি সাবধানী দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচেও অনিশ্চিত নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা।
দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম বলেন, ‘বাংলাদেশ সাদা বলে খুবই ভয়ংকর দল। তার ওপর উপমহাদেশের কন্ডিশনে খেলা। আমরা বিষয়গুলোকে মাথায় রেখেছি এবং প্রতিপক্ষকে শ্রদ্ধা করছি। বাভুমা ইমপ্রুভ করছে, তবে সে খেলতে পারবে কিনা তা ম্যাচ ডেতে সিদ্ধান্ত নেয়া হবে।’