নেইমারের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে

নেইমার জুনিয়র
নেইমার জুনিয়র  © ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের লড়ােইয়ে উরুগুয়ের কাছে হেরেছে ব্রাজিল। এ ম্যাচে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। এর পরই এল বড় দুঃসংবাদ। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। অস্ত্রোপচার করাতে হবে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার নিজেই এ তথ্য জানিয়েছেন। পরে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও আল হিলাল ক্লাব বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

ক্রীড়া দৈনিক মার্কা খবর দিয়েছে, নেইমারের অস্ত্রোপচার সেরে উঠতে ৭ থেকে ৮ মাস সময় লাগবে। ফলে আগামী বছর কোপা আমেরিকায় খেলার সম্ভাবনা কম। যা শুরু আগামী ২০ জুন।

উরুগুয়ের রাজধানী মন্তেভিদেওর এস্তাদিও সেন্তেনারিওতে ম্যাচের ৪৪ মিনিটে ধাক্কা খেয়ে পড়ে যান নেইমার। হাঁটুর স্ক্যান রিপোর্ট হাতে আসার পর নেইমার চোটের কথা জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ