বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে স্পিনাররা হতে পারে প্রধান অস্ত্র
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ১০:৩৪ AM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৩, ১০:৩৪ AM
টুর্নামেন্টে বাংলাদেশের তৃতীয় ম্যাচেই দৃশ্যপটের নাটকীয় পরিবর্তন। হিমালয়ের কোলে ধরমশালা থেকে সোজা সুদূর দক্ষিণে সাগরতীরের চেন্নাই – দিনের তাপমাত্রাও ধুপ করে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়া! ই সম্পূর্ণ ভিন্ন পরিবেশেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে আজ শুক্রবার (১৩ অক্টোবর) দিন-রাতের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে যাওয়ার রাস্তা পরিষ্কার রাখতে যে ম্যাচটা জেতা টাইগারদের জন্য খুব জরুরি।
ম্যাচের আগের সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এসে ভাইস ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অবশ্য দাবি করে গেলেন, “সেমিফাইনাল নিয়ে এখনই অত ভাবার দরকার নেই।” মাত্রতো দু’টো ম্যাচ হয়েছে, আমরা বরং একটা একটা করেই এগোই”, প্রত্যয়ী কন্ঠেই জানিয়ে গেলেন শান্ত।
উল্টোদিকে আজকের এই ম্যাচ দিয়েই প্রায় সাত-আট মাস পরে নিউজিল্যান্ডের হয়ে প্রত্যাবর্তন করছেন অধিনায়ক কেন উইলিয়ামসন, যিনি বিশ্বকাপে দলের হয়ে প্রথম দুটো ম্যাচ খেলতে পারেননি। উইলিয়ামসন খেলবেন কি না, গতকাল (বৃহস্পতিবার) সাংবাদিক সম্মেলনে নিজেই হাজির হয়ে সেই জল্পনার অবসান ঘটান তিনি।
তবে সেই সঙ্গেই জানিয়ে দেন, আঘাত ধীরে ধীরে সারিয়ে উঠলেও টিম সাউদি-র অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে খেলা হচ্ছে না।
চেন্নাইয়ের রূক্ষ আবহাওয়া আর টার্নিং ট্র্যাকে ম্যাচটায় দুই দলের স্পিনাররাই তুরুপের তাস হয়ে উঠতে পারেন, সেই সম্ভাবনা খুবই জোরালো। বিশেষ করে এই মাঠেই গত রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতের রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব যেরকম অসাধারণ সাফল্য পেয়েছেন, তাতে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই দলই আজ তাদের স্পিনারদের ওপর বিরাট ভরসা রাখছে।
চেন্নাইয়ের যে মাঠে আজকের খেলা, সেই এম এ চিদম্বরম স্টেডিয়াম বা ‘চিপক’ ভারতের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী ক্রিকেট স্টেডিয়ামগুলোর অন্যতম। তবে ইদানীং কালে চিপকের সবেচেয়ে বেশি পরিচিতি আইপিএলের ইতিহাসে সফলতম টিম চেন্নাই সুপার কিংসের ‘হোম’ হিসেবে।
এই মাঠে যখন চেন্নাই সুপার কিংসের খেলা থাকে, তখন তাদের সমর্থকরা যেভাবে হলুদ রঙের বন্যায় গ্যালারি ভাসিয়ে দেন আর ‘হুইশল পোডু’ স্লোগানে মাঠ মাতিয়ে তোলেন তা এখন আইপিএল লোকগাথার অংশ হয়ে উঠেছে।
আজ শুক্রবারের ম্যাচে বাংলাদেশকে জিততে হলেও কিন্তু ভালো বাঁশি বাজাতেই হবে – স্পিনারদের যেমন দ্রুত উইকেট তুলতে হবে, তেমনি ব্যাটিং টপ অর্ডারেরও ছন্দে ফেরাটাও খুব জরুরি!
সূত্র: বিবিসি